বাংলা হান্ট নিউজ ডেস্ক: জয়ে ফিরে ফুরফুরে মেজাজে রয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির। আজ পুনের এমসিএ স্টেডিয়ামে তাদের পরবর্তী লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী শ্রেয়স আইয়াররা। কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত তাদের তিনটি খেলার মধ্যে দুটিতে জয়লাভ করে। গত ম্যাচে আন্দ্রে রাসেলের দুর্দান্ত ব্যাটিং ও উমেশ যাদবের মারাত্মক পেস বোলিং তাদের ম্যাচ জিতিয়েছিল। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলটি তে আজ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। টিম সাউদির বদলে এই ম্যাচে ফিরতে পারেন অজি পেসার প্যাট কামিন্স। যদিও কিউয়ি পেসার দুটি ম্যাচেই দুরন্ত বোলিং করেছেন, তাও কামিন্স সুস্থ থাকলে তাকে বেঞ্চে বসিয়ে রাখার কোনও মানে হয় না। দুই পেসারকে একসাথে খেলাতে চাইলে বসতে হবে বিদেশি উইকেটরক্ষক স্যাম বিলিংস-কে।
অন্যদিকে, মুম্বাই এই মরসুমে এখনও পর্যন্ত দুটি ম্যাচ হেরেছে এবং আসন্ন ম্যাচটিতে জয়ের জন্য মরিয়া। অনেক কিছুই তাদের বিরুদ্ধে যাচ্ছে। ব্যাট হাতে রোহিতের অফফর্ম এবং বোলিংয়ে বাসিল থামপির অনভিজ্ঞতা ব্যাপারটা তাদের জন্য আরও কঠিন করেছে। যদিও ঈশান কিষান এবং তরুণ ব্যাটার তিলক ভার্মার ফর্ম কিছুটা স্বস্তি দেবে তাদের।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, প্যাট কামিন্স, শিবম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী
মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কায়রন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল সামস, মুরুগান অশ্বিন, যশপ্রিত বুমরা, টাইমাল মিলস, জয়দেব উনাদকাট