একজন বৃদ্ধ নাকি একজন ঘুমন্ত মহিলা? ছবিটিতে কাকে দেখলেন তা ফুটিয়ে তুলবে আপনার ব্যক্তিত্ব

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের চারপাশে আমরা এমন কিছু ছবি দেখতে পাই যেগুলি রীতিমতো অবাক করে দেয় আমাদের। মূলত, ওই ছবিগুলি আর পাঁচটা সাধারণ ছবির তুলনায় অনেকটাই ভিন্ন হয়। ওই ছবিগুলি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) অর্থাৎ “চোখে ধোঁকা” দেওয়ার মাধ্যমে অবাক করে দেয় সবাইকেই।

এদিকে, সংশ্লিষ্ট ছবিগুলিতে একটি নির্দিষ্ট ধরণের প্রতীক বা কোনো বিষয়কে অনুসন্ধান করতে হয়। এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঢুঁ মারলেই এমন হাজার হাজার ছবি সামনে আসে। আর সেগুলির সমাধানেই ঝাঁপিয়ে পড়েন হাজার হাজার নেটাগরিক। তবে, যাঁরা নিয়মিত ধাঁধা সমাধান করেন তাঁরাও এগুলির সমাধানের জন্য রীতিমতো কালঘাম ছুটিয়ে দেন।

উল্লেখ্য যে, অপটিক্যাল ইলিউশন সংক্রান্ত ছবিগুলি মস্তিষ্কের কার্যক্ষমতাকেও প্রকাশ করে। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেটিতে ছবির মধ্যে থাকা ধাঁধাতেই আটকে পড়েছেন সবাই। মূলত, ওই ছবিটিতে একঝলকে আপনি কি দেখছেন তার ওপর নির্ভর করছে অনেককিছু।

আসলে ওই ছবিটিতে অনেকেই প্রথমে একজন বৃদ্ধের মুখকে দেখছেন। আবার কেউ কেউ দেখছেন ঘুমন্ত এক মহিলাকে। এমন পরিস্থিতিতে আপনি কি দেখছেন তা একবার যাচাই করে নিন। এমনকি, এটির ওপর আপনার ব্যক্তিত্ব কেমন সেটিও বিচার করা সম্ভব।

whatsapp image 2023 02 22 at 9.21.08 pm

আপনি যদি ছবিটিতে একজন বৃদ্ধকে দেখতে পান সেক্ষেত্রে বুঝে নিতে হবে আপনি এই পৃথিবীতে একাকীত্বের বেড়াজালে বন্দি নন। অর্থাৎ, আপনার চারপাশে আপনার বন্ধুরা এবং প্রিয় মানুষেরা রয়েছেন। আবার আপনি যদি একজন ঘুমন্ত মহিলাকে দেখেন সেক্ষেত্রে বুঝতে হবে আপনার মস্তিষ্ক অত্যন্ত দ্রুত কাজ করতে পারে এবং আপনি একজন তীক্ষ্ণ মনের অধিকারী।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর