স্বস্তির খবরঃ চতুর্থ পর্যায়ের লকডাউনে দেওয়া হবে আরও ছাড়, রেড জোন থাকবে না পুরোপুরি বন্ধ!

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Corornavirus) সংক্রমণ রোখার জন্য গোটা দেশে লকডাউন (Lockdown) জারি আছে। আর এই লকডাউনের তৃতীয় পর্যায় আগামী ১ই মে শেষ হতে চলেছে। লকডাউন বাড়ানো নিয়ে সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয় নি। কিন্তু আশা করা যাচ্ছে যে, যদি লকডাউন বাড়ানো হয়, তাহলে এবারের থেকেও বেশি ছাড় দেওয়া হবে চতুর্থ পর্যায়ের লকডাউনে।

modi lockdown

.দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, যদি লকডাউন বাড়ানো হয় তাহলে এবার আরও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। বর্তমান লকডাউনে কোন এলাকায় করোনার বেশি মামলা সামনে আসলে, সেই জেলাকে রেড জোন ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু এবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, গোটা জেলাকে রেড জোন ঘোষণা না করে শুধুমাত্র ওই সংশ্লিষ্ট এলাকাকে নজরদারিতে রাখা হবে। শোনা যাচ্ছে যে, করোনার কারণে তৈরি হওয়া আর্থিক সমস্যার সঙ্কট কম করার জন্য কন্টেনমেন্ট জোন গুলোর বাইরে আর্থিক গতিবিধি গুলোকে মঞ্জুরি দেওয়া হবে।

সরকার লকডাউনের তৃতীয় পর্যায়ে গ্রিন জোন এলাকায় অনেক ছাড় ঘোষণা করেছিল। এরপরেও নির্মাণ কাজে কেউ আসছে না। উল্লেখ্য, পরিযায়ী শ্রমিকদের লাগাতার বাড়ি ফেরার তাগিদে এই সেক্টরে চরম সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও ম্যানুফ্যাকচারিং শুরু না হওয়ার কারণে সামগ্রীও উৎপন্ন হচ্ছে না।

লকডাউনের তৃতীয় পর্যায়ে সরকার রেড, অরেঞ্জ, গ্রিন জোনে অনেকরকম গতিবিধির অনুমতি দিয়েছিল। গ্রিন জোনে বাস সেবা আর কারখানা শুরু করার আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু অনেক রাজ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে সমস্ত পরিষেবা ঠিকঠাক চালু করা সম্ভব হয়নি। এবার কেন্দ্র সরকার নতুন নির্দেশে শুধুমাত্র কেন্টনমেন্ট জোনের মধ্যে নিষেধাজ্ঞা জারি রাখবে। এর বাইরে, জরুরী পরিষেবা গুলোতে সতর্কতা অবলম্বন করে জনজীবন আর সামান্য করা হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর