বড় স্বস্তি সাধারণ মানুষের! ২৫ মাসে সর্বনিম্ন পাইকারি মুদ্রাস্ফীতি, কোন কোন জিনিসের দাম কমল?

বাংলাহান্ট ডেস্ক: দেশের মুদ্রাস্ফীতির (Inflation) কারণে জিনিসপত্রের দাম বেড়েছে অনেকটাই। ফলে মানুষেরও কিছুটা নাজেহাল অবস্থা। তবে এর মধ্যে কিছুটা স্বস্তির খবর সামনে এসেছে। ফেব্রুয়ারিতে পাইকারি মুদ্রাস্ফীতি গত ২৫ মাসের তুলনায় সবচেয়ে নীচে রয়েছে। এর জেরে বেশ কিছু জিনিসের দাম কমেছে। ফলত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশের সাধারণ মানুষ।

জানা গিয়েছে, ফেব্রুয়ারিতে দেশের পাইকারি মুদ্রাস্ফীতির হার ছিল ৩.৮৫ শতাংশ। যা গত ২৫ মাসে সর্বনিম্ন। তাই একাধিক জিনিস যেমন জ্বালানি ও বিদ্যুতেরও দাম কমেছে। মঙ্গলবার এই সংক্রান্ত সরকারি তথ্য প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, এই নিয়ে টানা ন’মাস নিম্নমুখী পাইকারি মুদ্রাস্ফীতি। জানুয়ারিতেও যা ছিল ৪.৭৩ শতাংশ, ফেব্রুয়ারিতেই সেটি কমে হয়েছে ৩.৮৫ শতাংশ। 

inflation india

তথ্য অনুসারে, এর আগে ২০২২-এর ডিসেম্বরে পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ৪.৯৫ শতাংশে। তার আগে নভেম্বরে এটি ৫.৮৫ শতাংশে ছিল। গত বছর ফেব্রুয়ারি মাসে দেশের পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ১৩.৪৩ শতাংশ। খাদ্য সূচকের মুদ্রাস্ফীতিও কমেছে অনেকটাই। ফেব্রুয়ারিতে এটি কমে ২.৭৬ শতাংশ অয়ে গিয়েছে। জানুয়ারিতে এটি ২.৯৫ শতাংশে ছিল।

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে এক বিবৃতি পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারি মাসে মুদ্রাস্ফীতি কমেছে মূলত অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, অ-খাদ্য সামগ্রী, খাদ্য পণ্য, খনিজ, কম্পিউটার, ইলেকট্রনিক ও অপটিক্যাল পণ্য, রাসায়নিক ও রাসায়নিক পণ্য এবং বৈদ্যুতিক পণ্যের কারণে। সরঞ্জাম ও গাড়ির দাম কমে যাওয়ার ফলে এই পতন দেখা যাচ্ছে।’

inflation

কিন্তু ফেব্রুয়ারিতে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি বেড়ে ৩.৮১ শতাংশ হয়েছে। জানুয়ারিতে এটি ছিল ২.৩৮ শতাংশ। ফেব্রুয়ারিতে ডালের মূদ্রাস্ফীতি ছিল ২.৫৯ শতাংশ। কিন্তু সবজির ক্ষেত্রে এটি দাঁড়িয়েছে -২১.৫৩ শতাংশে। তৈলবীজের মুদ্রাস্ফীতি -৭.৩৮ শতাংশ ছিল। গত মাসে ফলের মূদ্রাস্ফীতি ছিল ৭.০২ শতাংশ। জ্বালানি ও বিদ্যুতের মুদ্রাস্ফীতি নেমে এসেছে ১৪.৮২ শতাংশে। 

জানুয়ারিতে এটি ছিল ১৫.১৫ শতাংশ। উৎপাদন পণ্যের মূদ্রাস্ফীতি ২.৯৯ শতাংশ থেকে ১.৯৪ শতাংশে নেমে এসেছে। আরও একটি সুখবর দিয়েছে কেন্দ্র। ফেব্রুয়ারি মাসে শুধু পাইকারি মুদ্রাস্ফীতি নয়, খুচরো মুদ্রাস্ফীতিও কমেছে। সেই তথ্য সরকার সোমবার প্রকাশ করেছে। ফেব্রুয়ারি মাসে ভারতের খুচরো মুদ্রাস্ফীতি কমে ৬.৪৪ শতাংশ হয়েছে। জানুয়ারিতে এই মুদ্রাস্ফীতি ছিল তিন মাসের সর্বোচ্চ ৬.৫২ শতাংশ।          

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর