সারারাত বোমাবাজিতে আতঙ্ক ছড়াল সিউড়িতে, ভাটপাড়া থেকে উদ্ধার কৌটো বোমা ও গুলি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনে উত্তপ্ত বাংলার (west bengal) পরিবেশ, রক্তে ভিজল বাংলার মাটি। প্রতিদিনই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নানারকম অশান্তির খবর সামনে আসছে। বিভিন্ন জায়গায় তৃণমূল- বিজেপির সংঘর্ষের খবরের মাঝে গতকাল শীতলকুচীর ঘটনায় থমথমে রাজনৈতিক মহল।

শনিবার রাতে সিউড়ি ২ ব্লকের বিধানসভা এলাকায় জানুরি গ্রামে বিজেপির পতাকা টাঙানোকে ঘিরে বোমাবাজি শুরু হয় দুপক্ষের মধ্যে। বিজেপির অভিযোগ, দলীয় পতাকা টাঙানোর সময় তৃণমূলের পক্ষ থেকে তাদের লক্ষ্য করে ৮ থেকে ১০ টা বোমা ছোঁড়া হয়। আবার তৃণমূল অভিযোগ করেছে, রবিবার সবুজ শিবিরের সভা থাকায় তাঁরা যখন দলীয় পতাকা টাঙাচ্ছিল, তখন তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে বিজেপির সদস্যরা। ঘটনায় উত্তেজনা ছড়াতেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাকি দফার নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিকে টহল দিচ্ছে প্রশাসন। ধরপাকড় করা হচ্ছে বিভিন্ন এলাকার কুখ্যাত দুষ্কৃতীদের। এরই মধ্যে উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভার ভাটপাড়া (Bhatpara) পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদরাল জয়চণ্ডীতলা এলাকার একটি ক্লাব থেকে শনিবার রাতে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ কৌটো বোমা ও গুলি।

ধারণা করা হচ্ছে, পরবর্তী দফার নির্বাচনে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় অশান্তি পাকানোর উদ্দেশ্যে এই বোমা তৈরি করা হচ্ছিল। ঘটনায় সন্দেহ করে অঙ্কিত সাউ, লক্ষ্মণ দেবনাথ-সহ একাধিক দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিশ। বোমা উদ্ধারের প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলকে দায়ী করলেও, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ উল্টে বিজেপিকেই দোষারোপ করেছেন।

সম্পর্কিত খবর

X