আজ রাত ৯ টা থেকে বুধবার পর্যন্ত গোটা পুরী জুড়ে শাটডাউনের ঘোষণা ওড়িশা সরকারের

   

 

বাংলা হান্ট ডেস্ক : করোনা সংক্রমণ ঠেকাতে কার্যত স্তব্ধ হয়েছিল গোটা দেশ। চলতি মাস থেকেই ধীরে ধীরে আনলকের প্রক্রিয়া শুরু করা হয়েছে। আনলকে বাড়ছে বিপদও। গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

আজ রাত পোহালেই কাল রথযাত্রা। উল্লেখিত, প্রত্যেক বছরই রথ যাত্রায় পুরীতে বিরাট জনসমাগম লক্ষ্য করা যায়। কিন্তু এই বছর সব চিত্রই খানিকটা অন্যরকম।

Rath Yatra 1

এবছর সুপ্রিমকোর্টে তরফে রথ টানতে নিষেধাজ্ঞা জারি করলেও কেন্দ্রের ও ওড়িশা সরকারের অনুরোধে বিধি নিষেধ মেনে রথ চালানোর পরামর্শ দেন সুপ্রিম কোর্ট।

আজ রাত ন’টা থেকে পুরী জেলাজুড়ে শাটডাউন ঘোষণা করল ওড়িশা সরকার। আগামী বুধবার দুপুর দুটো পর্যন্ত চলবে এই শাটডাউন। এই সময় কোনও দোকান খোলা থাকবে না। এই সময়ের মধ্যে করা চলবে না কোনরকম জমায়েত। রাজ্য এবং পুরীর মন্দির কমিটিকে সমন্বয় করে এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর