বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি রবীন্দ্রভারতীতে হওয়া অনুষ্ঠান বসন্ত উৎসবে বেশকিছু ছাত্র-ছাত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় সংগীতকে অশ্লীল শব্দ প্রয়োগ করে আবির দিয়ে নিজেদের পিঠের সেই শব্দ লিখে ভাইরাল হয়েছেন বেশ কয়েকজন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আসার পরই সেই ছবির নিন্দায় সরব হন সব মহল।
প্রসঙ্গত বাংলার এবং বাঙালির ইমোশন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এমন অশ্লীল শব্দ ব্যবহার করায় ওই সমস্ত ছাত্র-ছাত্রীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সকলে।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ব্যক্তি রোদ্দুর রায় জিনি দিনের পর দিন রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায় প্রমুখ ব্যক্তিত্বদের নিয়ে নানারকম কুরুচিকর গান গেয়ে সেটা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
” যদি রবীন্দ্রভারতীর ঐসব ছাত্র-ছাত্রী কে গ্রেফতার করা হয় তাহলে কেন গ্রেফতার করা হবে না রোদ্দুর রায় কে? এত অশ্লীল শব্দ ব্যবহার করার পরেও কেন পার পেয়ে যাবে এই রোদ্দুর রায়? “এই দাবিতেই এখন সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেন মহল থেকে শুরু করে বিজ্ঞ মহল।