‘সইফ কে যে আমাকে বিকিনি পরা থেকে আটকাবে?’ তেড়েফুঁড়ে উঠলেন করিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে হিট জুটিদের তালিকায় শাহিদ কাপুর ও করিনা কাপুর খানের (kareena kapoor khan) নাম থাকলেও সইফ আলি খানের (saif ali khan) সঙ্গেও করিনার রসায়ন কোনও দিক দিয়েই কম না। শাহিদের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার মুখেই সইফের সঙ্গে বন্ধুত্বের সূচনা করিনার। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। সেখান থেকে বিয়ের সিদ্ধান্ত।
বিয়ের পরেও নিজের কেরিয়ার নিয়ে বেশ সিরিয়াস ছিলেন করিনা। এমনকি তৈমুরের জন্মের পর ওজন বাড়ায় কিছুদিন অভিনয় থেকে দূরে থাকলেও ফের ওজন কমিয়ে আগের মতো স্লিম ফিগারে চলে আসেন বেবো। শুরু করে দেন শুটিং, ম‍্যাগাজিনের কভার শুটও।


সেই সময়ে বিকিনি পরা নিয়ে তুমুল ট্রোল হতে হয়েছিল করিনাকে। সপরিবারে মলদ্বীপ বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে দেখা যায় বিকিনি অবতারে। ছোট সন্তানের সামনে কিকরে এমন পোশাক পরলেন করিনা, সেই নিয়ে নিন্দা শুরু হয় নেটমহলে। এমনকি নেটিজেনের একাংশের আক্রমণের মুখে পড়েন সইফও। কেমন স্বামী তিনি যে নিজের স্ত্রীকে বিকিনি পরা থেকে আটকাতে পারেন না, ওঠে এমন প্রশ্ন।

https://www.instagram.com/p/BnQUK-nBEJA/?igshid=oci6r62mxtgr

তবে চুপ থাকার পাত্রী নন করিনাও। ট্রোলের পাল্টা জবাব দিয়ে তিনি বলেন, সইফ কে যে তাঁকে বিকিনি পরা থেকে আটকাবেন? এমন কারওর সঙ্গে তিনি সংসার করেন না। অভিনেত্রী আরও বলেন, সইফের সঙ্গে তাঁর সম্পর্কে যথেষ্ট বিশ্বাস রয়েছে। তিনি খুব ভাল ভাবেই জানেন করিনা কেন কি পরছেন। উপরন্তু তিনি যে সাঁতার কাটার জন‍্যই বিকিনি পরেছেন তাও উল্লেখ করেন করিনা।

https://www.instagram.com/p/BnQZRqlh7Ep/?igshid=84hvza8kk3yu

প্রসঙ্গত, এরপর ম‍্যাগাজিনের কভার শুটের জন‍্য বিকিনি পরলেও সমালোচনার মুখে পড়তে হয় করিনাকে। তাঁর ছবিটি অত‍্যধিক পরিমাণে ফটোশপ করা হয়েছে বলে কটাক্ষ করেন নেটিজেনরা।

সম্পর্কিত খবর

X