বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই গ্রাহকদের বড়সড় ঝটকা দিয়ে রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে দেশের (India) টেলিকম সংস্থাগুলি (Jio-Airtel-Vodafone-Idea)। যার ফলে গ্রাহকদের পকেটে যে নতুন করে টান পড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে, রিলায়েন্স জিও (Relaince Jio) এবং Airtel (Airtel)-এর ট্যারিফ প্ল্যানের বর্ধিত হার আজ থেকেই সারা দেশে কার্যকর হয়েছে। অপরদিকে, Vodafone-Idea-র রিচার্জ প্ল্যানগুলি আগামীকাল অর্থাৎ ৪ জুলাই থেকে দামি হয়ে যাবে। এমতাবস্থায়, অনেকেই বার্ষিক প্ল্যানগুলির দিকে নজর দিচ্ছেন। কারণ, বার্ষিক প্ল্যানগুলি মাসিক প্ল্যানের চেয়ে বেশি সাশ্রয়ী হয়ে থাকে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা Jio, Airtel এবং Vodafone-Idea-র বার্ষিক প্ল্যানগুলির মধ্যে কোনটি সস্তা সেই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
Jio-র বার্ষিক প্ল্যান:
১. বর্তমানে Jio-র ১,৫৯৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ১,৮৯৯ টাকা। এই প্ল্যানটি ৩৩৬ দিনের বৈধতা এবং ২৪ GB ডেটা সহ উপলব্ধ হয়।
২. Jio-র ২,৯৯৯ টাকার প্ল্যানের দাম এখন বেড়ে ৩,৫৯৯ টাকা হয়ে গিয়েছে। এই প্ল্যানে, ৩৬৫ দিনের বৈধতার পাশাপাশি প্রতিদিন ২.৫ GB উপলব্ধ হয়।
Airtel-এর বার্ষিক প্ল্যান: Airtel-এর ২,৯৯৯ টাকার প্ল্যানের দাম বৃদ্ধি পেয়ে এখন ৩,৫৯৯ টাকা হয়ে গিয়েছে। এই প্ল্যানের বৈধতা হল ৩৫৬ দিনের। এই প্ল্যানে প্রতিদিন ২ GB ডেটা পাওয়া যায়।
Vodafone-Idea-র বার্ষিক প্ল্যান: বর্তমানে Vi-এর ১,৭৯৯ টাকার প্ল্যানের দাম বেড়ে ১,৯৯৯ টাকা হয়েছে। এই প্ল্যানের বৈধতা হল ৩৩৬ দিন। পাশাপাশি, এই প্ল্যানে ব্যবহারকারীরা ২৪ GB ডেটা পাবেন।
আরও পড়ুন: 12GB RAM, 50MP-র ক্যামেরা, 45W-এর চার্জিং সহ লঞ্চ হল OPPO A3 5G স্মার্টফোন, সাধ্যের মধ্যেই আছে দাম
কোন রিচার্জ প্ল্যানটি সবথেকে সেরা: এবারে আমরা যদি সামগ্রিকভাবে বার্ষিক রিচার্জ প্ল্যানগুলির দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে, সবথেকে সস্তা প্ল্যানগুলি হল Jio এবং Vodafone-Idea-এর। Vi-এর রিচার্জ প্ল্যানের দাম হল ১,৯৯৯ টাকা। অপরদিকে, Jio-এর প্ল্যানের দাম ১,৮৯৯ টাকা। উভয় প্ল্যানেই একই সুবিধা উপলব্ধ হয়। এমন পরিস্থিতিতে, Jio-র প্ল্যানই সবথেকে সেরা বিবেচিত হচ্ছে। কারণ এই প্ল্যানের দাম Vi-র তুলনায় ১০০ টাকা কম।
আরও পড়ুন: ফের বড়সড় সাফল্যের সম্মুখীন ISRO! সূর্যের দেশে আদিত্য-L1 করে দেখাল বিরাট কামাল
এদিকে, যদি আমরা ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের কথা বলি, সেক্ষেত্রে Jio এবং Airtel-এর বার্ষিক প্ল্যান ৩,৫৯৯ টাকায় উপলব্ধ হয়। উভয় প্ল্যানেরই বৈধতা ৩৬৫ দিন। কিন্তু Jio-র প্ল্যানে প্রতিদিন ২.৫ GB ডেটা পাওয়া যায়। অপরদিকে, Airtel প্রতিদিন ২ GB ডেটা প্রদান করে। এমন পরিস্থিতিতে, ৩,৫৯৯ টাকার Jio-র প্ল্যান এদিক থেকে এগিয়ে রয়েছে।