জেরায় ডাকলেই কেন সবসময় কালো টি শার্ট পরে হাজির হন অভিষেক? শেষমেষ ফাঁস গোপন তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ইডির দফতরে তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। সকাল ১১টায় তলব করা হলেও ১১ টা বেজে ৩৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছে যান সাংসদ। চোখে মুখে আত্মবিশ্বাস আর পরনে কালো টি শার্ট (Black T-shirt)।

প্রায় ন’ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর সংবাদমাধ্যমের সামনে নানা ইস্যুতে তোপ দাগেন বিজেপি সহ দেশের কেন্দ্রীয় এজেন্সি গুলোকে। কিছুদিন আগে এই নিয়োগ দুর্নীতি মামলাতেই অভিষেককে তলব করেছিল আরেক তদন্তকারী সংস্থা সিবিআই। তখনও ইডির সামনে হাজির হওয়ার সময় নেতার পরনে ছিল কালো টি শার্ট।

উল্লেখ্য, ইডি সিবিআই মিলিয়ে এখনও পর্যন্ত অন্তত ৯বার হাজিরা দিয়েছেন অভিষেক। আর লক্ষ্য করলে দেখা যাবে প্রতিবারই কালো টি শার্ট পরে গোয়েন্দাদের সামনে আসেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ঠিক কী কারণ থাকতে পারে এর পেছনে? কেন কালোকেই বেছে নেন নেতা? নেহাতই পছন্দের রং? নাকি এর পেছনে কী লুকিয়ে রয়েছে কোনও অজানা রহস্য?

abhishek

আরও পড়ুন: ‘টাকার অঙ্কের আগে আর একটি সংখ্যা লিখে..’, TMC নেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কাউন্সিলর

বারংবার কেন কালো টি শার্ট পরেই হাজিরা ? এই প্রশ্ন রাজ্যের অন্য সকল মানুষের মতো রয়েছে সাংবাদিকদের মনেও। প্রায় সাড়ে ৯ ঘণ্টা জেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, ‘প্রতিবার হাজিরার সময়ই কালো টি শার্ট কেন? এর পেছনে কি কোনও বিশেষ কারণ রয়েছে? বা কোনও জ্যোতিষীর পরামর্শে?

আরও পড়ুন:DA নিয়ে বড় আপডেট! খুশিতে আত্মহারা রাজ্য সরকারি কর্মীরা

সাংবাদিকদের এই প্রশ্নের অভিষেক খুবই সহজ ভাষায় জবাব দিয়ে বলেন, “আসলে আমি কালো আর সাদাই বেশি পরি। অন্য রঙের জামা একটু কম পরি। এটা কো ইনসিডেন্স বলতে পারেন। এটা সম্পূর্ণভাবেই কো ইনসিডেন্স। পরের বার তাহলে সাদা পরে আসব।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর