জানেন কী কেন ২৫ জুলাইয়ের দিনেই শপথ নেন ভারতের রাষ্ট্রপতিরা?

বাংলাহান্ট ডেস্ক : ইতিহাস সৃষ্টি করে প্রথম আদিবাসী মহিলা হিসেবে রাষ্ট্রপতি (President Of India) পদে শপথ গ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তার এই সফলতাকে কেন্দ্র করে দেশ জুড়ে চলছে জয়চ্ছ্বাস। আজ ২৫ শে জুলাই সকাল দশটার সময় শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। এর আগে এপিজে আবদুল কালাম, প্রণব মুখোপাধ্যায়, প্রতিভা পাতিল প্রমুখ রাষ্ট্রপতিরাও শপথ নিয়েছেন ২৫ শে জুলাই তারিখটিতে।

কিন্তু ভেবে দেখেছেন ভারতের রাষ্ট্রপতিরা কেন ২৫ শে জুলাই তারিখটিই বেছে নেন শপথ গ্রহণের জন্য! আসুন জেনে নেওয়া যাক এই ব্যাপারে।

প্রসঙ্গত, ১৯৭৭ সাল থেকে ২৫ শে জুলাই রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিন হিসাবে চলে আসছে। ১৯৭৭ সালের এই দিনে ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নিলম সঞ্জীব রেড্ডি শপথ গ্রহণ করেন। এরপর থেকে প্রত্যেক রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেছেন ২৫ শে জুলাই। এর কারণ হলো ১৯৭৭ সালের পর থেকে প্রত্যেক রাষ্ট্রপতি পূর্ণ মেয়াদ পর্যন্ত পদে বহাল থেকেছেন। তাই হিসাব অনুযায়ী প্রত্যেক রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়েছে ২৪ শে জুলাই। এর ফলে গত সাড়ে চার দশক ধরে ২৫ শে জুলাই শপথ গ্রহণ করেছেন পরবর্তী রাষ্ট্রপতিরা।

Draupadi murmu

দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ শপথ গ্রহণ করেন ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি। ১৯৬২ সালের ১৩ই মে পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। এরপর রাষ্ট্রপতি হন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি তার পূর্ণ মেয়াদ পর্যন্ত পদে বহাল ছিলেন। এর পরবর্তীতে দুই রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ এবং জাকির হুসেন রাষ্ট্রপতি হিসেবে নিজেদের মেয়াদ পূরণ করতে পারেননি। এরপর ১৯৭৭ এর ২৫ শে জুলাই পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলেছেন বিডি জেটটি। এরপর থেকে সব রাষ্ট্রপতি তার পদে পূর্ণ মেয়াদ বহাল থেকেছেন। তাই নিয়ম অনুযায়ী ২৪ শে জুলাই সম্পূর্ণ হয় রাষ্ট্রপতির মেয়াদ। এর ফলে গত সাড়ে চার দশক ধরে ভারতের রাষ্ট্রপতি শপথ নিয়ে থাকেন ২৫ শে জুলাই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর