বাংলাহান্ট ডেস্ক: পর্যটকদের বিরুদ্ধে রাস্তায় নামছেন এই শহরের বিক্ষোভকারীরা। শনিবার ৬ জুলাই প্রায় ২,৮০০ জন বিক্ষোভকারী নেমে হাতে প্ল্যাকার্ড নেড়ে জলের বন্দুক উঁচিয়ে পর্যটকদের “ঘরে ফিরে যেতে” আহ্বান জানালেন। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, অর্থনীতিকে চাঙ্গা করা সত্ত্বেও, ক্রমবর্ধমান পর্যটন বিপত্তি ডেকে আনছে। নিশ্চয়ই ভাবছেন কোথায় এমনটা হল? শহরের নাম স্পেনের (Spain) বার্সেলোনা (Barcelona)।
কিন্তু হঠাৎ পর্যটকদের ওপর কেন ক্ষেপে গেলেন বার্সেলোনার (Barcelona) লোকেরা?
বার্সেলোনার (Barcelona) শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের (Tourist) প্রচন্ড ভিড়। পর্যটকদের কারণে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে স্থানীয় দোকানগুলিতে। সেই কারণেই সবথেকে জনপ্রিয় পর্যটন স্থানগুলিতে মিছিল করে স্থানীয় বাসিন্দারা স্লোগান দেন,”ট্যুরিজম কিলস দ্য সিটি” এবং “বার্সেলোনা বিক্রির জন্য নয়”। রীতিমতো ফেস্টুন প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা।
আরোও পড়ুন : কীভাবে হবেন ‘লাখপতি দিদি?’ মোদি সরকারের নতুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিন
উল্লেখ্য, বার্সেলোনার (Barcelona) অর্থনীতিতে পর্যটন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হোটেল এবং রেস্তোরাঁর মতো ব্যবসাগুলিও পর্যটকদের জন্যই উপকৃত হচ্ছে দিনের পর দিন। কিন্তু ক্রমবর্ধমান পর্যটকদের ভিড় আর জিনিসপত্র সহ হোটেল রেস্তোরাঁর অতিরিক্ত চাহিদার কারণে সব জিনিসের দাম রীতিমতো অগ্নি মূল্য। বর্তমানে বার্সেলোনার প্রাথমিক উদ্বেগ হল জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং আবাসন সংকট। সেই কারণেই বিক্ষোভের পথ বেছে নিয়েছেন স্থানীয়রা।
কোভিড -১৯ মহামারীর পরে বার্সেলোনায় পর্যটক সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ৯.৭ মিলিয়ন পর্যটক থেকে, ২০২৩ সালে পর্যটক সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২৬ মিলিয়ন। আর এই পর্যটকরা প্রায় ১২.৭৫ বিলিয়ন ইউরো সরাসরি ব্যয় করেছে। পর্যটকদের বৃদ্ধির কারণে জিনিসপত্র সহ আবাসনের দাম বৃদ্ধির কারণে সমস্যার মধ্যে পড়তে হয়েছে স্থানীয় মানুষদের। তাই বিক্ষোভ করার পাশাপাশি, স্থানীয়রা কখনো খেলনা ওয়াটার গান (Water Gun) দিয়ে জল ছুঁড়ছেন পর্যটকদের দিকে।