বাবার চাপেই চিড়েচ্যাপ্টা! সবসময় গোমড়া মুখে ঘোরেন কেন শাহরুখ-পুত্র আরিয়ান?

বাংলাহান্ট ডেস্ক : শাহরুখ খানের বড় ছেলে হিসেবেই তাঁর মূল পরিচিতি। যদিও এখন নিজস্ব পরিচয় তৈরি করতেই মরিয়া হয়ে চেষ্টা করছেন আরিয়ান খান (Aryan Khan)। নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছেন তিনি। পাশাপাশি পরিচালক হিসেবেও ডেবিউ করতে চলেছেন খুব শীঘ্রই। কিন্তু সকলের একটাই প্রশ্ন, আরিয়ান হাসেন না কেন? যখনই তিনি ক্যামেরাবন্দি হন সবসময়ই গোমড়া মুখেই দেখা গিয়েছে তাঁকে। কীসের এত চাপ আরিয়ানের (Aryan Khan) জীবনে?

হাসেন না কেন আরিয়ান (Aryan Khan)?

তাঁর বয়সী এবং তাঁর থেকে ছোট তারকা সন্তানরা রীতিমতো বিন্দাস জীবন কাটাচ্ছেন। অনেকে পা রেখেছেন অভিনয়ে, অনেকে আবার বিলাস ব্যসনেই ব্যস্ত। তাঁদের দেখলে মনে হয়, জীবন এমনি প্রাণোচ্ছল হওয়া উচিত। উলটো দিকে আরিয়ান (Aryan Khan)। ইন্ডাস্ট্রির সবথেকে বড় সুপারস্টারের ছেলে হয়েও মুখে একফোঁটা হাসি নেই তাঁর! এমন ধারা কেন শাহরুখ পুত্র?

আরো পড়ুন: কালো-লম্বা বলে শেষ হতে বসেছিল কেরিয়ার, আজ ১৫০ কোটির সম্পত্তির মালকিন এই বলি অভিনেত্রী!

আরিয়ানকে নিয়ে মুখ খোলেন আশিস

সম্প্রতি ইউটিউবার আশিস চঞ্চলানি এক পডকাস্টে মুখ খুলেছেন আরিয়ানকে (Aryan Khan) নিয়ে। আর তাঁর বক্তব্য শুনেই চমকে গিয়েছেন সকলে। আশিসের মতে, আরিয়ানের মতো সৎ মানুষ নাকি ইন্ডাস্ট্রিতে আর দ্বিতীয় নেই। একটুও ভনিতা নেই তাঁর মধ্যে। তবে আশিস বলেন, আরিয়ানের (Aryan Khan) বাবার নাম যেহেতু শাহরুখ খান, তাই সবসময় চাপে থাকতে হয় তাঁকে। তাঁর সঙ্গে নাকি যখনই আরিয়ানের দেখা হয়েছে, তাঁর মনে হয়েছে খুব চাপে রয়েছেন তিনি।

আরো পড়ুন: শেষ বয়সে সামলেছিলেন উত্তম কুমারকে, সুপ্রিয়া দেবীর এই পরামর্শেই সংসার টিকে যায় সুদীপার

বাবার নামের চাপেই এই হাল?

তবে আশিস এও জানান, আরিয়ান (Aryan Khan) নিজে কী চান সে বিষয়ে সুস্পষ্ট ধারণা রয়েছে তাঁর। অভিনেতা হওয়ার একটুও ইচ্ছা নেই তাঁর। বরং তিনি মনেপ্রাণে চান পরিচালক এবং লেখক হতে। তবে কি শাহরুখ খান নামটার ভার বইতে গিয়েই এমন হয়ে গিয়েছেন আরিয়ান (Aryan Khan)? উপরন্তু মাদক মামলার কারণে কিছুটা হলেও প্রভাব পড়েছে শাহরুখের নামে। সেই কারণেই কি গুটিয়ে থাকেন আরিয়ান? প্রশ্নের উত্তর খুঁজছেন নেটিজেনরা।

Aryan Khan

প্রসঙ্গত, বর্তমানে রেড চিলিজ এর অধীনে স্টারডম নামে একটি সিরিজ পরিচালনা করছেন আরিয়ান। একগুচ্ছ তারকাকে নাকি দেখা যেতে চলেছে এই সিরিজে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর