বাংলার হান্ট নিউজ ডেস্ক: তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ভারতীয় ওডিআই বা টি-টোয়েন্টি কোনও স্কোয়াডেই রাখা হয়নি। সংযুক্ত আরব আমিরশাহী-তে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ অশ্বিন ভারতীয় দলের জন্য একটি চমক দেওয়া বাছাই ছিল। তামিলনাড়ুর অফ-স্পিনার ২০১৭ সাল থেকে সাদা-বলের ক্রিকেটের অংশ ছিলেন না, কিন্তু আইপিএল 2021-এ কিছু ভাল পারফরম্যান্স এবং স্পিন বিভাগে অভিজ্ঞতার অভাবের জন্য অশ্বিনকে ভারতীয় দলে ফেরানো হয়েছিল।
যদিও বিসিসিআইয়ের তরফ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে অশ্বিনকে বাদ দেওয়ার জন্য কোনও অফিসিয়াল কারণ দেখানো হয়নি। কিন্তু সম্প্রতি সূত্র মারফত জানা গিয়েছে যে ডানহাতি অফ স্পিনার কেন দীর্ঘ সময়ের জন্য ভারতীয় দলে দীর্ঘদিন অনুপস্থিত থাকবেন।
সূত্র মারফত পাওয়া খবরে জানা গিয়েছে যে রবিচন্দ্রন অশ্বিন দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে খেলার সময় কব্জি এবং গোড়ালিতে চোট পেয়েছিলেন এবং সেই চোট কাটিয়ে ওঠার জন্য খেলা থেকে সাময়িক ভাবে দূরে থাকা প্রয়োজন।
কেপটাউনে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একদিনের সিরিজ চলাকালীন, অশ্বিন স্পষ্টতই তার গোড়ালিতে মোচড়ের কারণে চোট পেয়েছিলেন। এছাড়াও একবার তিনি ফিল্ডিং করার তার কব্জিতে ভর দিয়ে পড়ে গিয়েছিলেন, তাই আঘাত পেয়েছিলেন। চোটটি কতটা গুরুতর তা এখনও পুরোপুরি জানা যায়নি। তবে নির্বাচকরা তাকে মাঠে ফেরানো নিয়ে তাড়াহুড়ো করতে চাননা।