বাংলাহান্ট ডেস্ক: বাঙালির কাছে বিনোদনের অন্যতম প্রিয় মাধ্যম সিরিয়াল (Bengali Serial)। কম খরচায় বাড়িতে বসে নিত্যদিনের বিনোদনের যোগানের এটাই উৎকৃষ্ট মাধ্যম। সিরিয়ালের ইতিহাস বহু পুরনো। প্রথম সিরিয়াল সম্প্রচারিত হয়েছিল দূরদর্শন চ্যানেলে। ধীরে ধীরে চ্যানেল যেমন বেড়েছে, তেমনি বৈচিত্র এসেছে সিরিয়ালের গল্পে। এখন সিরিয়াল মানে তাঁর কূটকাচালি থাকবেই। টিআরপি বলছে, দর্শকরা এই ধরণের সিরিয়ালই বেশি পছন্দ করছে। তাই এমন সিরিয়ালের চাহিদা বেশি।
অন্য ধরণের গল্প নিয়েও সিরিয়াল হচ্ছে বটে, তবে সেগুলো তেমন টিআরপি পাচ্ছে না। ফলত পরপর বন্ধ হচ্ছে নতুন সিরিয়াল। কিছু কিছু সিরিয়াল বছর খানেক টানতে পারলেও অনেক গল্পই দর্শকের অভাবে শেষ হয়ে যাচ্ছে কয়েক মাসেই। অন্যদিকে আবার অনেক পুরনো সিরিয়ালেরও চাহিদা বাড়ছে লক্ষণীয় ভাবে।
স্টার জলসা ইতিমধ্যেই পুরনো দুই জনপ্রিয় সিরিয়াল ফিরিয়ে এনেছে। ইচ্ছে নদী এবং গানের ওপারে, এই দুটি সিরিয়াল আবারো শুরু হয়েছে স্টারে। ইচ্ছে নদীতে দেখা গিয়েছিল সোলাঙ্কি রায় এবং বিক্রম চট্টোপাধ্যায়কে আর গানের ওপারে তে নায়ক নায়িকা হিসাবে দেখা মিলেছিল মিমি চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীকে।
দুই সিরিয়ালই জনপ্রিয়তার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে। বিশেষ করে গানের ওপারে এখনো বহু দর্শকের প্রিয় সিরিয়াল। তবে টিভির পর্দায় নয়, এই দুটি পুরনো সিরিয়াল দেখা যাবে স্টার জলসার ফেসবুক পেজে। একদিকে যেমন নিত্য নতুন সিরিয়াল আনার ধুম উঠেছে, অন্যদিকে এই পুরনো সিরিয়ালগুলিও জায়গা করে নিয়েছে প্রতিযোগিতায়।
চিত্রনাট্যকার সাহানা দত্ত অবশ্য জানান, ফেসবুকে কতজন দর্শক সিরিয়াল দুটি দেখছেন তা জানা সম্ভব নয়। তবে নতুন সিরিয়ালগুলি কেন তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এ বিষয়ে মতামত দিয়েছেন তিনি। তাঁর মতে, দর্শকদের চাহিদা ক্রমেই বদলাচ্ছে। সেই বদল বুঝে চাহিদা মেনে সিরিয়াল আনতে পারলে তা চলবে। আর নাহলে বন্ধ হয়ে যাবে। তবে পুরনো সুপারহিট সিরিয়ালগুলির নকল করে বারবার সিরিয়াল আনতে থাকলে দর্শকদের আগ্রহ হারিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।