আচমকাই কেন বিজেপি ত্যাগ করে তৃণমূলে গেলেন বাবুল সুপ্রিয়, উঠে এল কারণ

কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাওয়ার পর থেকেই ধুকধুক করছিল বাতি। তবে তখন বাবুল সুপ্রিয় স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি অন্য দলে যোগ দেবেন না, আর আজীবন বিজেপির সমর্থক হয়েই থাকবেন। যদিও, রাজনৈতিক নেতা-নেত্রীদের মুখে এই বাণী শুনলেই বোঝা যায় যে, তাঁর দলবদলের সময় হয়ে এসেছে। বাবুল সুপ্রিয়র ক্ষেত্রেও ঠিক এমনটাই হল। আচমকাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে যোগ দিলেন।

কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাওয়ার পর বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করে বাবুল সুপ্রিয় নিজের আগামী পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, মন্ত্রিত্ব থাকাকালীন যেই আবাস তিনি পেয়েছিলেন, সেটি তিনি ছেড়ে দিচ্ছেন। পাশাপাশি সাংসদ পদ না ছেড়ে তিনি রাজনৈতিক পতাকার বাইরে রাজনীতি ভুলে মানুষের হয়ে কাজ করতে চান।

বিজেপির থেকে দূরে থাকার ঘোষণা করার পর বাবুল সুপ্রিয় রাজ্য বিজেপি নেতৃত্ব, বিশেষ করে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক বয়ানও দেন। ওনার সেই বয়ানেও স্পষ্ট ছিল যে, তিনি শুধু মন্ত্রিত্ব যাওয়ার জন্যই না, দিলীপ ঘোষের সঙ্গে বনিবনা থাকার জন্যও বিজেপির থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বাবুলের বিস্ফোরক বয়ানের পর বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আসানসোলের সাংসদকে কটাক্ষ করতেও ছাড়েন নি। দুজনের বাক্যবাণ এটুকুই বুঝিয়ে দিয়েছিল যে, তাঁরা একে উপরের বিরুদ্ধে কতটা চটে রয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে দিলীপ ঘোষের একরোখা মনোভাব এবং তাঁর সঙ্গে দিলীপ ঘোষের দীর্ঘদিনের কু-সম্পর্কের জেরেই বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন। যদিও, খোদ বাবুল সুপ্রিয় এখনও পর্যন্ত এই নিয়ে কিছু বলেন নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর