খুচরো পাপের শাস্তি! ভুবন বাদ্যকরের ধ্বংসের আসল কারণ ফাঁস

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় কত লোকজনই না ভাইরাল হয়। তাদের মধ্যে কিছু কিছু মানুষ মনে দাগ কেটে যান। কিন্তু বেশিরভাগই একসময় হারিয়ে যান স্মৃতির ভিড়ে। এমনি এক ভাইরাল ব্যক্তিত্ব হলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুরি গ্রামের বাসিন্দা ভুবন জনপ্রিয় হন ‘কাঁচা বাদাম’ গানের জন্য। তাঁর স্বরচিত গান শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর।

এই গানের জন্য তাঁর নামই হয়ে গিয়েছিল ‘বাদাম কাকু’। কাঁচা বাদাম অনেক কিছু দিয়েছে ভুবনকে। খ্যাতি, অর্থ, বাড়ি, গাড়ি কী না কী! কিন্তু এখন সবই হারিয়েছেন তিনি। নতুন তৈরি করা অট্টালিকা ছেড়ে ভুবনের জায়গা হয়েছে ভাড়া বাড়িতে। ব্যাঙ্ক ব্যালেন্স প্রায় শেষ। নতুন রোজগারও নেই। এমনকি যে গান তাঁকে জনপ্রিয়তা দিয়েছিল সেই কাঁচা বাদামের স্বত্বও হাতছাড়া হয়ে গিয়েছে তাঁর।

   

bhuban1

এই সর্বহারা অবস্থার জন্য দায়ী কে? ভুবনের এই পরিস্থিতির আসল কারণ ব্যাখ্যা করলেন এক বাংলাদেশি ইউটিউবার। আজমিনুর নামে ওই ভ্লগারের দাবি, কাঁচা বাদাম গানটি জনপ্রিয়তা পেয়েছে তাঁর জন্যই। গানের ভিডিওর সঙ্গে ভুবনের ফোন নম্বর এবং পেটিএম নম্বর জুড়ে দিয়েছিলেন তিনি।

কিন্তু ভাইরাল হওয়ার পরেই নাকি আমূল বদলে যান ভুবন। জনপ্রিয় হওয়ার পর কোথাও আজমিনুরের নাম উল্লেখ করেননি তিনি। বরং যখনই তিনি ভুবনের সঙ্গে দেখা করতে চেয়েছেন তখনই নাকি তিনি টাকা চেয়েছেন বলে অভিযোগ আজমিনুরের। এতদিন মুখ বুজে থাকলেও আজমিনুর বলেন, ভুবনের অহংকারই তাঁর পতনের মূল কারণ।

ভুবনের সামনে দাঁড়িয়েই কটাক্ষ করেছেন আজমিনুর। কিন্তু কোনো উত্তর দেননি ভুবন। স্রেফ তিনি বলেছেন, তাঁর কিছু আর্থিক সমস্যা চলছে। তাঁর ছেলে ওখানে কাজ করে বলেই তিনি ভাড়া বাড়িতে থাকছেন। তিনি কখনো অহংকার করেননি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর