কেন কেন্দ্রীয় মন্ত্রীত্ব থেকে বাদ গেলেন দেবশ্রী চৌধুরী, উঠে এল আসল কারণ

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জে দীপা দাশমুন্সি আর মহম্মদ সেলিমের মতো হেভিওয়েটদের হারিয়ে রায়গঞ্জ কেন্দ্রে জয় হাসিল করেছিলেন দেবশ্রী চৌধুরী (Debasree Chaudhuri)। এরপরই তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়। সব মন্ত্রীদের সঙ্গে তিনি শপথও নেন। সাংসদ থেকে একলাফে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় রাজ্য বিজেপি নেতাদের তাক লাগিয়ে দিয়েছিলেন দেবশ্রী চৌধুরী। কিন্তু ২ বছর পর ওনাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হল।

কেন সরানোর হল ওনাকে? এই নিয়ে রয়েছে ভিন্ন মত। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা টের পেয়েছেন যে, ২০২৪-এর নির্বাচনে রায়গঞ্জের আসন থেকে আর জেতা সম্ভব নয়। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, দুই বছর কেন্দ্রীয় মন্ত্রী থাকার পরেও, তিনি রাজ্য রাজনীতিতে তেমন কোনও দাগ কাটতে পারেন নি। একুশের বিধানসভা নির্বাচনেও তাঁকে নিস্ক্রিয় থাকতে দেখা গিয়েছে। আর সেই কারণেই হয়ত ওনাকে পদ ছাড়তে হল।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের নেতারা দেবশ্রী চৌধুরীর নামে নালিশও ঠুকেছিল। একুশের নির্বাচনে নিস্ক্রিয় থাকার কারণেই কেন্দ্রীয় নেতৃত্বর কাছে নালিশ গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীর নামে। আর এরপর একলাফে তিনি যেমন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, তেমনই আবার কেন্দ্রীয় মন্ত্রী পদও হারাতে হল। মানুষের সঙ্গে জনসংযোগ না করতে পারার কারণেই এই শাস্তি।

বালুরঘাটে জন্ম দেবশ্রী চৌধুরীর। সেখান থেকে পড়াশুনার জন্য এসেছিলেন কলকাতায়। আর পড়ার মাঝেই ABVP-এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ওনার। সদস্যও হন তিনি। ABVP-র রাজ্য সভাপতিও ছিলেন দেবশ্রী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মা দেবীদাস চৌধুরী উত্তরবঙ্গে সক্রিয় ভাবে হিন্দুত্ব নিয়ে রাজনীতি করতেন। উনি সঙ্ঘের ঘনিষ্ঠ ছিলেন। সেই কারণে রাজনীতিতে রুচি দেখিয়েছিলেন দেবশ্রী।

২০১৪-র নির্বাচনেও লোকসভার প্রার্থী হয়েছিলেন দেবশ্রী। সেই সময় তিনি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ান। তবে তখন ওনাকে হারের মুখ দেখতে হয়। দীর্ঘ ৫ বছর পর আসন পাল্টে সফলতা পান দেবশ্রী। আর সেখান থেকেই সরাসরি মন্ত্রী। একুশের নির্বাচনে ওনাকে পাশে বসিয়ে দিল্লী থেকে বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা হত। উনি কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারিয়েছেন ঠিকই, ওনাকে রাজ্যের সংগঠনের বড় দায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর