বাংলাহান্ট ডেস্ক: সে এক দিন ছিল যখন গোটা ভারত জুড়ে রাজত্ব করত বলিউড ইন্ডাস্ট্রি (Bollywood)। হিন্দি সিনেমার তারকাদের খ্যাতি ছিল আন্তর্জাতিক স্তরেও। দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকাদের জনপ্রিয়তা আবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতেই। কিন্তু সেসব দিন এখন অস্তগত। দেশ তথা বিশ্ব বিনোদনে রমরমা দক্ষিণী ছবির। বলিউডের হার নিয়ে সম্প্রতি মতামতা প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)।
তিনি নিজেও সুপারহিট কন্নড় ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’তে খলনায়ক অধীরার চরিত্রে অভিনয় করেছেন। বাহুবলী দক্ষিণী ইন্ডাস্ট্রির জয়যাত্রার সূচনা করেছিল। সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে পুষ্পা: দ্য রাইজ, আর আর আর এবং এখন কেজিএফ চ্যাপ্টার ২। দ্য কাশ্মীর ফাইলস ছাড়া বলিউডের আর কোনো ছবিই মাথা তুলতে পারেনি বিগত কয়েক মাসে।
বলিউড ইন্ডাস্ট্রির এই বেহাল দশা কেন? দক্ষিণের কাছে কেন বারবার হেরে যাচ্ছে হিন্দি ছবি? সঞ্জু বাবার কথায়, দক্ষিণী ইন্ডাস্ট্রি তাদের নায়কদের ভোলেনি। কিন্তু বলিউডি ছবি সেটা ভুলে গিয়েছে। বেশি শহুরে বানাতে গিয়ে বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, রাজস্থানের দর্শকদের পছন্দ মতো ছবি বানাতেই ভুলে গিয়েছে দর্শক।
এর আগে অভিনেতা অনিল কাপুরকেও দক্ষিণী ছবির প্রশংসা করতে দেখা গিয়েছিল। নিজের আসন্ন ছবি ‘থর’ এর ট্রেলার লঞ্চে এসে অভিনেতা বলেন, “দক্ষিণের ইন্ডাস্ট্রি চিরকালই ব্যতিক্রমী ছবি বানিয়ে এসেছে। ভারতীয় চলচ্চিত্রের নকশা বদলানোয় সবসময়ই দক্ষিণী ইন্ডাস্ট্রি অগ্রণী ভূমিকা পালন করেছে।” তিনি আরো দাবি করেন, দক্ষিণী ছবি বলিউডের অনুপ্রেরণা।
প্রসঙ্গত, কেজিএফ ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে সঞ্জয় দত্তের অভিনয় প্রশংসিত হয়েছে সর্বত্র। ব্লকবাস্টার হিট ‘আর আর আর’, ‘জয় ভীম’, বলিউডের সুপারহিট ‘দ্য কাশ্মীর ফাইলস’কেও ছাপিয়ে গিয়েছে কেজিএফ সিক্যুয়েলের IMDb রেটিং। এই মুহূর্তে ৯.৬ রেটিং রয়েছে ছবিটির।
সারা বিশ্বে ব্যবসার নিরিখে এখনো পর্যন্ত ৬০০ কোটি পেরিয়ে গিয়েছে কেজিএফ চ্যাপ্টার ২। সবথেকে বেশি ব্যবসা করা সেরা দশ ভারতীয় সিনেমার তালিকায় ঢুকে পড়েছে এই ছবি। আর আর আর এর পর কেজিএফ চ্যাপ্টার ২ ই দ্বিতীয় ছবি যা এত তাড়াতাড়ি ৬০০ কোটির মাইলফলক পেরোতে পারল।