বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনে সিরিয়ালের (Serial) কোনো কমতি নেই। উপরন্তু নতুন নতুন চ্যানেলের সঙ্গে নতুন নতুন ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে। এতশত গল্পের মাঝেও কিছু কিছু সিরিয়াল এমন হয়, যা দর্শকদের মন ছুঁয়ে রায়। সিরিয়ালের চরিত্রগুলিও দর্শকদের পরিবারের একজন হয়ে ওঠে। এমন ধারাবাহিকগুলি (Serial) বহু বছর আগে শেষ হয়ে গেলেও তাদের ভুলতে পারে না দর্শক।
কম টিআরপি নিয়েই ১০০০ পর্বে অনুরাগের ছোঁয়া (Serial)
জি বাংলা, স্টার জলসা সহ বিভিন্ন চ্যানেলে এমন একাধিক ধারাবাহিক (Serial) রয়েছে যেগুলি আজও জনপ্রিয় হয়ে রয়েছে দর্শক মহলে। এর মধ্যে অধিকাংশ ধারাবাহিকই একটানা কয়েক বছর ধরে সম্প্রচারিত হয়েছে। বর্তমানে যেমন স্টার জলসার অনুরাগের ছোঁয়া পূর্ণ করল ১০০০ পর্ব। আসলে বর্তমানে টিআরপি কমে গেলেই মাঝপথেই শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক (Serial)।
ক্ষুব্ধ মিঠাই ভক্তরা: উল্লেখ্য, অনুরাগের ছোঁয়ার অবস্থাও কিন্তু তেমন ভালো নয়। অনেকদিন আগেই পতন হয়েছে টিআরপির। কোনো রকমে ধুঁকতে ধুঁকতেই চলছে সিরিয়াল (Serial)। আর তা দেখেই অনেকে প্রশ্ন করেছেন, এত কম টিআরপি নিয়েও যখন অনুরাগের ছোঁয়া ১০০০ পর্ব ছুঁতে পারল, তবে মিঠাই কী দোষ করেছিল?
আরো পড়ুন : “তুমি, তুমিই দায়ী…”, দীর্ঘ ৬ বছরের প্রেম, এত বছর পর জিতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন স্বস্তিকা
তড়িঘড়ি শেষ হয়েছিল মিঠাই: জি বাংলার সর্বকালের সবথেকে জনপ্রিয় সিরিয়ালগুলির (Serial) মধ্যে জায়গা করে নিয়েছে মিঠাই। একটানা বহু সপ্তাহ বাংলা সেরার স্থান দখল করে রেখেছিল ধারাবাহিকটি। অনুরাগের ছোঁয়ার সমসাময়িক মিঠাইও (Serial) শেষের দিকে একেবারে তলানিতে চলে গিয়েছিল। কিন্তু ১০০০ পর্ব পর্যন্ত টানা হয়নি ধারাবাহিকটিকে (Serial)।
আরো পড়ুন : TRP কমতেই চূড়ান্ত সিদ্ধান্ত, দর্শকদের দাবি মেনেই শেষমেষ নায়িকা বদল জি বাংলার সিরিয়ালে!
৮৩৪ পর্বেই শেষ করে দেওয়া হয়েছিল মিঠাই। সেই আক্ষেপ আজো মনে বয়ে বেড়াচ্ছেন মিঠাই ভক্তরা। সম্প্রতি অনুরাগের ছোঁয়ার ১০০০ পর্ব পূর্তিতে আবারও সেই পুরনো ব্যথা চাগাড় দিয়ে উঠেছে। কয়েকজনের মতে, মিঠাই এর সঙ্গে অবিচার করা হয়েছিল। মিঠাইও ১০০০ পর্ব পর্যন্ত পৌঁছাতে পারত। কিন্তু আচমকাই শেষ করে দেওয়া হয় সিরিয়ালটি। টিআরপি কম থাকা সত্ত্বেও যে সিরিয়াল চালানো যায়, তার বড় প্রমাণ অনুরাগের ছোঁয়া। তবে মিঠাই নিয়ে বিতর্কের কোনো জবাব দেয়নি জি বাংলা কর্তৃপক্ষ।