বাংলাহান্ট ডেস্কঃ শুধুমাত্র একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নিজের 16 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন। আগে থেকে কাউকে কিছুই বুঝতে দেননি, এমনকি কেউ আন্দাজও করতে পারেনি যে ধোনি এমনটা করবেন। ঠিক 2014 সালে যেমন ভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তেমন ভাবে হঠাৎই স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা 7:29 মিনিটে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
গত বছর জুলাই মাসে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর থেকে আর ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। তারপর থেকে ক্রমশ তিনি নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু এইভাবে হঠাৎ করে যে তিনি ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবেন সেটা কেউই ভাবতে পারেননি।
ধোনির এই ভাবে অবসর গ্রহণ প্রসঙ্গে তার ম্যানেজার দাবি করেছেন, করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় ধোনি অবসর গ্রহণ করলেন। না ছাড়া ধোনি ঠিক করেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পরেই তিনি অবসর নেবেন। এবার ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন ধোনির ছোট বেলার কোচ কেশব ব্যানার্জি, তিনি বললেন এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পরই ধোনির অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় ধোনি এইভাবে হঠাৎ করেই ক্রিকেটকে বিদায় জানালেন। এই কয়েক দিনে অনেক বার ধোনির সঙ্গে আমার কথা হয়েছে, তবে ক্রিকেট নিয়ে একবারও কোন কথা হয়নি।”