বহু পুরুষের রাতের ঘুম উড়িয়েছিলেন, সেই মাধুরীকেই ‘থুতু’ ছেটান আমির! কেন?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দরীদের একটি তালিকা তৈরি করলে সেখানে মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) নাম থাকবে না, এমনটা হতেই পারে না। ‘ধক ধক গার্ল’এর জনপ্রিয়তা আগেও ছিল আকাশছোঁয়া, এখনো সেই খ্যাতিতে এতটুকুও আঁচ পড়েনি। মাধুরীর (Madhuri Dixit) গ্ল্যামার, চার্ম এখনও অটুট। দুই ছেলের মা হয়েও তিনি আজো পুরুষ হৃদয়ে ঝড় তোলার ক্ষমতা রাখেন। অথচ এই মাধুরীর সঙ্গেই একবার যা করেছিলেন আমির খান, ক্ষোভে ফেটে পড়েছিলেন অভিনেত্রী।

মাধুরীর (Madhuri Dixit) সঙ্গে কী করেছিলেন আমির?

একসঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছিলেন আমির এবং মাধুরী (Madhuri Dixit)। এর মধ্যে ‘দিওয়ানা মুঝসা নহি’ ছবিটি ফ্লপ হলেও ‘দিল’ হয়েছিল সুপারহিট। এই ছবির শুটিংয়ের সময়েই সেটে ঘটে যায় এক ঘটনা। হাতে হকি স্টিক নিয়ে আমিরকে তাড়া করেন মাধুরী (Madhuri Dixit)। কিন্তু কী এমন করেছিলেন অভিনেতা, যে মাধুরী এত রেগে গিয়েছিলেন?

আরো পড়ুন: কোনোদিন দেখেননি চন্দননগরের পুজো, নিজের জন্য নয়, মা জগদ্ধাত্রীর কাছে কার জন্য প্রার্থনা করলেন রচনা?

হকি স্টিক নিয়ে অভিনেতাকে তাড়া করেন

পরে ফারহান আখতারের একটি টক শোতে এসে এ বিষয়ে মুখ খোলেন আমির। আমির জানান, শুটের ফাঁকে মজার ছলে মাধুরীর (Madhuri Dixit) হাত দেখছিলেন তিনি। তখনই নাকি তিনি মজা করে অভিনেত্রীর হাতে থুতু ছেটান! এতেই রেগে আগুন হয়ে যান মাধুরী। হকি স্টিক নিয়েই তিনি তাড়া করেন আমিরকে।

আরো পড়ুন: সমস্ত সীমা ছাড়াবে বাজেট, বলিউডের সবথেকে বড় ধামাকা এটাই! প্রকাশ্যে রণবীরের ‘রামায়ণ’এর মুক্তির তারিখ

মুখ খুলেছিলেন মাধুরীও

পরে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের একটি প্রশ্নে একথা স্বীকার করেছিলেন মাধুরীও (Madhuri Dixit)। একজন তাঁকে প্রশ্ন করেছিলেন, ইন্ডাস্ট্রিতে সবথেকে সাহসী কোন কাজটি করেছেন তিনি? উত্তরে মাধুরী জানিয়েছিলেন, দিল ছবির সেটে হকি স্টিক নিয়ে আমির খানকে তাড়া করেছিলেন তিনি। কারণ অভিনেতা তাঁকে বোকা বানিয়েছিলেন।

Madhuri Dixit

যদিও আমির মাধুরীর এই ঘটনাটা ছিল নিছকই খুনসুটি। দুজনের মধ্যে যথেষ্ট ভালো বন্ধুত্ব রয়েছে। তবে অনস্ক্রিনে তাঁদের জুটি তেমন জমেনি। দুটি ছবির পর আর কোনো ছবিতেই একসঙ্গে দেখা যায়নি আমির আর মাধুরীকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর