নিয়মিত টি-টোয়েন্টি না খেলার সত্ত্বেও কেন নিলামের আগেই রাহানে- অশ্বিনকে দলে নিল দিল্লি? কারণ ফাঁস করলেন পন্টিং।

রবীচন্দ্রন অশ্বিন এবং রাহানে এই দুই ভারতীয় ক্রিকেটার ভারতের সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত সদস্য নয় এই দুজন প্রধানত ভারতের টেস্ট দলে খেলে থাকেন। রাহানে হলেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক এবং অশ্বিন হলেন অন্যতম ভরসাযোগ্য স্পিনার। ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য না হওয়া সত্ত্বেও আইপিএল নিলাম শুরু হওয়ার আগেই এই দুইজন ভারতীয় ক্রিকেটার কে দলে নিয়ে নিয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।

কিন্তু টি-টোয়েন্টিতে নিয়মিত সুযোগ না পাওয়ার সত্ত্বেও কেন এই দুজনকে আগে ভাগে কিনে ফেলল দিল্লি ক্যাপিটালস? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে। আর এই প্রশ্নের জবাবে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং জানিয়েছেন আজিঙ্কা রাহানে এবং রবি অশ্বিন এই দুজন হচ্ছে ভারতের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। এই দুজনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় দিল্লি ক্যাপিটালস। অপরদিকে ফিরোজ শাহ কোটলায় যে ধরনের পিচ তাতে সুবিধা পাবে রাহানে এবং অশ্বিন। তাই এই সকল কারনের কথা মাথায় রেখেই এই দুজনকে আগে ভাগে কিনে রেখেছে দিল্লি ক্যাপিটালস।

28558335a24dd1cbc5122215cbf21474c80446e6

এছাড়াও দিল্লির কোচ রিকি পন্টিং জানিয়েছেন যে এই মুহূর্তে দিল্লির যে দল রয়েছে তাতে টপ অর্ডার ব্যাটসম্যান খুব একটা প্রয়োজন নেই। কারণ ইতিমধ্যে তিন তিনজন জন ওপেনার রয়েছে দিল্লীতে আর তাই এবার নিলামে দিল্লীর নজরে থাকবে বেশ কয়েকজন বিদেশি জোরে বোলারের উপর। সেই সাথে রিকি পন্টিং নজর রাখছেন ভালো অলরাউন্ডারের দিকেও। এইসব মিলিয়ে এবারে দিল্লি শক্তিশালী দল তৈরি করতে মরিয়া।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর