গায়ের কাছে হাঁচি দিলেন কেন? দলীয় কর্মীর দিকে পিস্তল তাক করল বাম বিধায়কের দেহরক্ষী

বাংলাহান্ট ডেস্কঃ হাঁচি নিয়ে যত গোল। এই হাঁচিকে কেন্দ্র করেই ফের উত্তপ্ত হয়ে উঠল আমডাঙ্গা (Amdanga)। বিরোধী দলের উপস্থিতি ছাড়াই বচসা থেকে হাতাহতিতে পৌঁছে গেলেন বাম (Communist Party of India) বিধায়কের দেহরক্ষী। অভিযোগ- কেন তাঁর গায়ে হাঁচি দেওয়া হল? এই নিয়েই উত্তেজনা চরমে পৌঁছাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে স্তব্ধ হল যান চলাচল।

ঘটনার সূত্রপাত
উত্তর দমদমের বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য (TANMOY BHATTACHARJEE) বৃহস্পতিবার আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি হচ্ছে অভিযোগ করে একটি স্মারক লিপি জমা দিতে গিয়েছিলেন আমডাঙা থানা ও বিডিও অফিসে। সেখানেই ঘটে যায় বিপত্তি। ভিড়ের মাঝে দলের কোন এক সদস্য বাম বিধায়কের দেহরক্ষীকে না চিনিতে পেরে ভুল বশত তাঁর গায়েই হাঁচি দিয়ে দেন।

image 97

শুরু হয় হাতাহাতি
ব্যাস, শুরু হয়ে যায় বচসা, কেন আমার গায়ে হাঁচি দিলেন? প্রত্যক্ষ দর্শীরা জানাচ্ছেন, বাম বিধায়কের দেহরক্ষীর গায়ে হাঁচি দেওয়ার পর তিনি ওই দলীয় সদস্যকে ধাক্কা মেরে তাঁর উপর চোটপাট দেখাতে থাকে। তারপর আচমকাই সাধারণ পোশাকে থাকা ওই পুলিশ কর্মী তাঁর সার্ভিস রিভলবার তাক করেন ওই সদস্যের দিকে। বিরোধী দল না থাকলেও, হাতাহাতি বেঁধে যায় দলীয় কর্মীদের মধ্যেই।

সম্ভব ভুল বোঝাবুঝি থেকেই এটা হয়েছে
এই বিষয়ে বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য জানিয়েছেন, স্মারক লিপি জমা দিয়ে ফিরে এসে গাড়িতে উঠতে গিয়ে দেখি আচমকাই গোলযোগ বেঁধে গেছে। তবে বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন। সেখান থেকে দেখতে গেলে, হাঁচির কারণে ভুল বোঝাবুঝি থেকেই এটা ঘটেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর