বাংলাহান্ট ডেস্ক : বিগত তিন দিনে চরম উত্তেজনার পর শনিবার সংঘর্ষ বিরতিতে রাজি হল ভারত (India-Pakistan) এবং পাকিস্তান। এদিন সাংবাদিক বৈঠক করে ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, পাকিস্তানের আর্জিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত। পাক DGMO একটি ফোনকলে ভারতের DGMO কে রীতিমতো আর্জি জানাতে তারপর ভারতও (India-Pakistan) এ বিষয়ে রাজি হয়। তার আগেই অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আমেরিকার মধ্যস্থতাতেই দুই দেশ তাৎক্ষণিক এবং পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে।
সংঘর্ষ বিরতিতে রাজি ভারত (India-Pakistan) পাকিস্তান
আজ, শনিবার বিকেল পাঁচটা থেকেই স্থল, জল এবং আকাশ তিন পথেই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে দুই দেশ। কিন্তু বিগত তিন দিন ধরে যেখানে চিত্রটা ছিল রীতিমতো উত্তেজক, সেখানে হঠাৎ করে কেনই বা সংঘর্ষ বিরতির জন্য এমন কাকুতি মিনতি পাকিস্তানের (India-Pakistan)? উল্লেখ্য, বিগত কয়েকদিনে প্রতিরক্ষা মন্ত্রকের সাংবাদিক বৈঠকে বারে বারে টেনে খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের মুখোশ।
মিথ্যে প্রচার করেছে পাকিস্তান: শনিবার কর্ণেল সোফিয়া কুরেশি বলেন, ‘পাকিস্তান লাগাতার ভুয়ো তথ্যের প্রচার ক্যাম্পেন চালাচ্ছে। তারা দাবি করছে ভারতের S-400 ধ্বংস করে দেওয়া হয়েছে, সুরাটগড়, সিরসার এয়ারফিল্ড ধ্বংস করে দেওয়া হয়েছে। এও দাবি করা হয়, চণ্ডীগড় এবং ব্যাসে অস্ত্রখানাতেও হামলা চালানো হয়। কিন্তু এই দাবিগুলি সম্পূর্ণ মিথ্যে। বরং ভারতের পালটা আঘাতে পর্যুদস্ত হয়ে পড়েছে পাকিস্তান। প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে পাকিস্তানের।
আরো পড়ুন : দেখিয়ে দিল চণ্ডীগড়! দেশের প্রয়োজনে স্বেচ্ছাসেবক হতে নামল বিরাট মানুষের ঢল
বড়সড় ক্ষতি পাকিস্তানের: সূত্রের খবর বলছে, ভারতের (India-Pakistan) লাগাতার হামলায় এখনো পর্যন্ত ৭ টি এয়ারবেস ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের। এর মধ্যে রয়েছে ৫ টি এয়ারবেস এবং ২ টি রেডার বেস রয়েছে। রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, মুস্তাফাবাদের রহম ইয়ার খান, রাফিকুই, মুরিদ এয়ারবেস ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাডাও পাকিস্তানের (India-Pakistan) যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। সাথে বড় ক্ষতি হিসেবে ড্রোন লঞ্চপ্যাড, AWACS সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে।
আরো পড়ুন : ‘নাক গলাব না’ বলেও সেই হস্তক্ষেপ আমেরিকার, কেন ভারত-পাক সংঘর্ষ বিরতিতে হঠাৎ সক্রিয় হলেন ট্রাম্প? চড়ছে বিতর্ক
এই তিন দিনের সংঘর্ষেই কার্যত হাজার কোটি টাকার ক্ষতি হয়ে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। বস্তুত যে মিথ্যে দাবিগুলি ভারতকে নিয়ে করা হয়েছিল, আদৌ ভারতের কোনো ক্ষতিই করতে পারেনি পাকিস্তান। বরং নিজেরা সবদিক দিয়ে ধ্বংস হয়ে গিয়েই সংঘর্ষ বিরতির আর্জিতে হাত জোড় করতে বাধ্য হল পাকিস্তান।