বাংলা হান্ট ডেস্কঃ এক মানহানির মামলাকে কেন্দ্র করে বিরাট বিপাকে পড়লেন জনপ্রিয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আগামী শুনানিতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়ার পাশাপাশি বেশ কিছু টাকাও জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এমনকি আদালতের তরফে এদিন জানানো হয়েছে আগামী শুনানিতে রাহুল যদি উপস্থিত না থাকেন তাহলে বিষয়টিকে নাকি গুরুত্ব দিয়েই ভেবে দেখা হবে।
রাহুল গান্ধীকে (Rahul Gandhi) সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল আদালত
জানা যাচ্ছে, একটি মানহানির মামলায় আদালতে হাজির না থাকায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ২০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন লখনউয়ের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। পুরনো একটি মানহানির মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) এই ফাইন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ১৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানিতে তাঁকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক।
অভিযোগ ২০২২ সালে মহারাষ্ট্রে সাভারকর প্রসঙ্গে একটি অসম্মানজনক মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই থেকে সূত্রপাত হয় এই ঘটনার। এরপর সেই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে লখনউয়ের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের হয়। বুধবার ওই মামলার শুনানি ছিল।
আরও পড়ুন: ভুতুড়ে ভোটার ধরতে ‘টাস্ক’ বেঁধে দিয়েছেন মমতা! কোর কমিটির বৈঠকে নেওয়া হল ২ বড় সিদ্ধান্ত
শুনানি শেষে রাহুলকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। কংগ্রেস নেতার আইনজীবী এদিন আদালতে জানান তাঁর মক্কেল সংসদের অধিবেশন সংক্রান্ত পূর্বনির্ধারিত কাজের জন্য আদালতে হাজিরা দিতে পারেননি। একইসাথে রাহুলকে সশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়ারও অনুরোধ জানিয়েছিলেন আইনজীবী। যদিও সেই আবেদন মঞ্জুর করা হয়নি।
বিচারক এদিন রাহুলকে ২০০ টাকা জরিমানা দেওয়ার পাশাপাশি জানিয়েছেন আগামী ১৪ এপ্রিলের পরবর্তী শুনানিতে তাঁকে আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে। একইসাথে এদিন স্পষ্ট করে জানানো হয়েছে পরবর্তী শুনানিতেও রাহুল যদি হাজিরা না দেন তাহলে তা ভাল চোখে দেখবে না আদালত।