খ্রিস্টান বাড়িতে বেড়ে উঠেও হিন্দু ধর্মগ্রহণ, কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অস্কারজয়ী জুলিয়া রবার্টস?

বাংলাহান্ট ডেস্ক: হলিউডের বিখ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টস (Julia Roberts)। তাঁর কেরিয়ারে রয়েছে একাধিক সুপারহিট ছবি। নটিং হিল, ওশানস ইলেভেন, ওয়ান্ডার, ইট প্রে লভের মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কয়েক দশক ধরে সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। জানিয়ে রাখি, ইট প্রে লভ ছবির শ্যুটিং করতে তিনি এসেছিলেন ভারতে। এখানেই পাল্টে যায় তাঁর জীবন।

আজীবন খ্রিস্টান ধর্ম পালন করা জুলিয়া আকৃষ্ট হয়ে পড়েন ভারত, তাঁর সংস্কৃতি ও হিন্দু ধর্মের প্রতি। সেই ভাল লাগা থেকেই ধর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত নেন হলিউডের এই ডিভা। খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে হিন্দু ধর্মের উপাসক হয়ে ওঠেন জুলিয়া রবার্টস। তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়ে যায় গোটা বিশ্ব। হলিউডের অভিনেত্রী ভারতে এসে ভারতের সংস্কৃতিকে আপন করে নিচ্ছেন। এ যেন অবিশ্বাস্য এক ঘটনা! 

julia roberts

তবে এমনটাই বাস্তবে করেন জুলিয়া। তাঁর জীবনও সম্পূর্ণরূপে পাল্টে যায়। তবে হঠাৎ কেন হিন্দু ধর্ম গ্রহণ করলেন জুলিয়া রবার্টস? তাঁর জন্ম হয় ১৯৬৭ সালে আমেরিকার জর্জিয়ায়। তাঁর মা ক্যাথলিক, বাবা ব্যাপটিস্ট। কিন্তু জুলিয়ার জীবনে খ্রিস্টান ধর্মের প্রভাব থাকেনি। তিনি নাকি সব সময়েই হিন্দু ধর্মের উপাসনা করতে চেয়েছিলেন। 

Julia Roberts

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জুলিয়া বলেছিলেন, “ভারতে এসে হিন্দু ধর্মের প্রতি আমার বরাবরের আকর্ষণ আরও বেড়ে যায়। ধর্মান্তরে উদ্বুদ্ধ করে। আমি এক হিন্দু গুরুর ছবি দেখেছিলাম। তাঁকে চিনতাম না। কিন্তু তাঁকে দেখেই এই ধর্মের প্রতি আগ্রহ বাড়ে আমার।” জুলিয়া যাঁকে দেখেছিলেন তিনি হলেন নিম কারোলি বাবা। তিনি হনুমানের ভক্ত ছিলেন। 

উত্তরপ্রদেশের মথুরায় তাঁর আশ্রম রয়েছে। উল্লেখ্য, ছয় এবং সাতের দশকে অনেক মার্কিন নাগরিকই নিম কারোলি বাবার সান্নিধ্যে এসে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। জুলিয়াও তাঁদের মধ্যে একজন। নিয়মিত হিন্দু ধর্মের চর্চা করেন অভিনেত্রী। ৫৫ বছরের অ্যাকাডেমি পুরস্কার জয়ী জুলিয়া স্বামী ও তিন সন্তানকে নিয়ে মন্দিরে যান। পুজো করেন। মন্ত্র উচ্চারণও করেন। নিজেই এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন।

Subhraroop

সম্পর্কিত খবর