প্রথম ম্যাচেই পরাজয়! RCB-র বিরুদ্ধে কেন জিততে পারলনা KKR? রাখঢাক না রেখেই জানালেন রাহানে

বাংলা হান্ট ডেস্ক: এবারে পরাজয় দিয়েই শুরু হল KKR (Kolkata Knight Riders)-এর IPL সফর। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, সেই ম্যাচেই হেরে যায় নাইট শিবির। কিন্তু, কেন এই পরাজয়ের মুখোমুখি হতে হল KKR-কে? এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং KKR অধিনায়ক অজিঙ্কা রাহানে।

প্রথম ম্যাচেই পরাজয়ের সম্মুখীন KKR (Kolkata Knight Riders):

তিনি জানান যে, “ম্যাচের ১৩ তম ওভার পর্যন্ত আমরা খুব ভাল অবস্থানে ছিলাম। তবে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলের উইকেট পড়ার সাথে সাথে আমরা আবার চাপে পড়েছিলাম।” জানিয়ে রাখি যে, গতকালের ম্যাচে এক সময় KKR (Kolkata Knight Riders) দল ২১০ পেরিয়ে যাবে বলে মনে হয়েছিল। কিন্তু দলটি মাত্র ১৭৪ রানে তাদের ইনিংস শেষ করে।

Why did Kolkata Knight Riders lost against RCB.

এমতাবস্থায়, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনিতে অজিঙ্কা রাহানে জানান, “আমি মনে করি আমরা ১৩ তম ওভার পর্যন্ত ভালো খেলছিলাম। কিন্তু ২ থেকে ৩ টি উইকেট পতনের কারণে আমাদের ছন্দ বদলে যায়। এরপরে ব্যাটাররা তাদের সেরাটা দিতে চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। ভেঙ্কি (ভেঙ্কটেশ আইয়ার) এবং আমি যখন ব্যাটিং করছিলাম, আমরা আলোচনা করছিলাম যে ২০০-২১০ পর্যন্ত স্কোর করা যেতে পারে। কিন্তু ওই উইকেটগুলি আমাদের ছন্দ ভেঙে দিয়েছে।”

আরও পড়ুন: জমে গেল খেলা! ভারত নিয়ে ফেলল বড় সিদ্ধান্ত, মোক্ষম ঝটকা পেল “কাঙাল” পাকিস্তান

ক্যাপ্টেন রাহানে আরও যোগ করেছেন, “একটু শিশির ছিল, কিন্তু ব্যাটাররা খুব ভালো পাওয়ারপ্লে খেলেছে। এটি (মোট) গড়ের নিচে ছিল। আমরা ২০০+ স্কোর আশা করছিলাম। আর এই ম্যাচটি নিয়ে খুব বেশি ভাবতে চাই না। তবে কিছু ক্ষেত্রে আরও ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব।”

আরও পড়ুন: যে কোম্পানিকে দাঁড় করাতে চাকরি ছেড়েছিলেন রতন টাটা, এবার রকেটের গতিতে এগোবে সেই শেয়ার

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত কালকের ম্যাচ ১২ ওভারে কলকাতার স্কোর ছিল ১২৫ রান। কিন্তু পরের ৮ ওভারে আসে মাত্র ৪৯ রান। ভেঙ্কটেশ আইয়ারের পর রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল তাড়াতাড়ি আউট হন। এরপর অঙ্গকৃষ রঘুবংশীও লম্বা ইনিংস খেলতে পারেননি। এদিকে, KKR (Kolkata Knight Riders) ম্যানেজমেন্ট এমনকি ব্যাটিংয়ের জন্য ইম্প্যাক্ট খেলোয়াড়কে খেলাতে পারেনি। কারণ তারা বোলিংকে শক্তিশালী করতে চেয়েছিল। তবে, শিশিরের কারণে তেমন সুবিধা পাননি বোলাররা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর