সত্যজিতের সঙ্গে বিশেষ সম্পর্ক! বিজয়া রায়ের আপত্তি, পরিচালককে ফেরান মাধবী

বাংলাহান্ট ডেস্ক: সংষ্কৃতিমনস্ক বাঙালির কাছে সিনেমা মানেই এখনো সত্যজিৎ রায় Satyajit Ray()। তাঁর প্রথম পরিচালিত ছবিই অস্কার এনেছিল দেশে। দীর্ঘ পরিচালনার কেরিয়ারে বহু ছবি উপহার দিয়েছেন তিনি যা চিরস্মরণীয় হয়ে রয়েছে সিনেপ্রেমীদের মনে। সত্যজিৎ এবং তাঁর ছবির নায়িকা, দুইই সমান আলোচিত। তবে তাঁদের মধ্যেও আবার আলাদা ভাবে নাম উঠে আসে কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের (Madhabi Mukherjee)।

সত্যজিৎ রায়ের নায়িকাদের মধ্যে অন্যতম তিনি। একসঙ্গে তিনটি ছবি করেছিলেন তাঁরা। ‘মহানগর’, ‘চারুলতা’ এবং ‘কাপুরুষ’। এরপর আর সত্যজিতের কোনো ছবিতেই দেখা যায়নি মাধবীকে। শোনা যায়, পরিচালক পত্নি বিজয়া রায়ের আপত্তি ছিল এতে। আবার এও শোনা যায়, অভিনেত্রী নিজেই নাকি রাজি হননি অভিনয় করতে। কিন্তু কেন?

satyajit madhabi

এখনো কান পাতলেই চলচ্চিত্র জগতে শোনা যায় সত্যজিৎ রায় এবং মাধবী মুখোপাধ্যায়ের বিশেষ সম্পর্কের গুঞ্জন। এ কেবল কানাঘুঁষোর পর্যায়ে থেমে থাকেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে লেখালেখি হয়েছে। এমনকি বিজয়া রায় নিজে পরোক্ষে মুখ খুলেছিলেন এই সম্পর্ক নিয়ে।

চারুলতা ছবিতে কাজ করার পরেই পরিচালক এবং অভিনেত্রীর ঘনিষ্ঠতার গুঞ্জনের সূত্রপাত। এমনকি শোনা যায়, মাঝেমধ্যে নাকি মাধবীর বাড়িতেও যেতেন সত্যজিৎ। বিষয়টার সত্যতা নিয়ে কোনোদিনই হ্যাঁ বা না কিছুই বলেননি কেউই। কিন্তু পরোক্ষে মুখ খুলতে দেখা গিয়েছিল সত্যজিৎ জায়া বিজয়া রায়কে।

‘আমাদের কথা’তে এক নায়িকার নাম উল্লেখ না করেই তিনি লিখেছিলেন, সত্যজিতের সঙ্গে ওই নায়িকার স্ট্যান্ডার্ড একেবারেই মিলত না। পাশাপাশি তিনি এও বলেছিলেন, ওই গুঞ্জনে তিনি কষ্ট পেয়েছিলেন। অনেকেই মনে করেন, মাধবী মুখোপাধ্যায়ের কথাই বলতে চেয়েছিলেন বিজয়া রায়।

অন্যদিকে মাধবী মুখোপাধ্যায় বলেছিলেন, তাঁর অভিনয় করা নিয়ে নাকি এক রকম নোংরামো শুরু হয়েছিল। সত্যজিৎ রায় অবশ্য নায়ক, অশনি সংকেত, ঘরে বাইরে-র সময়ে ডেকেছিলেন তাঁকে। কিন্তু তিনিই তাঁকে ফিরিয়ে দেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর