শ্বাশত হলেন টলিউডের ‘মুরগী’! ন্যাশনাল টেলিভিশনে এ কেমন দাবি রচনার? শোরগোল নেটপাড়ায়

বাংলা হান্ট ডেস্ক : এখন ইনি শুধু টলিউডে নয় বলিউডেও নিজের ক্যারিয়ারের উন্নতি উপভোগ করছেন। অনেক ছবি অফার এলেও খুব বাছাই করেই নিজের কাজ করতে পছন্দ করেন। ইনি হলেন আমাদের বাংলার জনপ্রিয় অভিনেতা শ্বাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। যে কোনও অফারে চট করে হাত লাগান না তিনি। যদিও তাঁর বাংলা ছবিগুলি মানুষের নজর টেনেছে।

তবে শ্বাশ্বত চট্টোপাধ্যায়কে হঠাৎ কেন মুরগী বললেন রচনা বন্দ্যোপাধ্যায়?

আসলে, রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) দাবি টলিপাড়ার শেয়াল পন্ডিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কারন তাঁর মতে বুম্বাদা ভীষণ বুদ্ধিজীবী মানুষ। কিন্তু শ্বাশ্বত চট্টোপাধ্যায় নাকি প্রথম থেকেই আগাগোড়া বুঝে কাজ করেননি। ফলে তিনি যদি ঠিকভাবে বুঝে শুনে কাজ করতেন তাহলে, তিনি বলিউডে আরও বড় জায়গা করতে পারতেন। তাই রচনা শ্বাশ্বতকে অনেকটা দেশি মুরগির মতো বলেছেন। কারণ দেশি মুরগির স্বাদ তো দেশের স্থানীয় মানুষই বুঝবে।

তাই বাইরে থেকে এত সুযোগ পেয়েও তিনি বাংলা ছেড়ে চলে যাননি। অপুর সংসার (Apur Sansar) টক শো-তে (Talk Show) এসে রচনা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন। বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই নিজের প্রতিভা তুলে ধরতে পিছপা হননি শ্বাশ্বত।

maxresdefault (3)

শ্বাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনীত ‘কাহিনি’ (Kahini) ছবিতে ছোট্ট চরিত্র ‘বব বিশ্বাস’ এতটাই জনপ্রিয় লাভ করেছিল, যে সাধারণ মানুষের মনে এবং নজরে এটি জায়গা করে নেয়। এই চরিত্রে অভিনয়ের পর থেকেই তাঁকে নিয়ে টলিপাড়ায় মাতামাতি শুরু হয়। এছাড়া সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারাতে’ (Dil Bechara) শাশ্বতর অভিনয়ও মনে ধরেছিল দর্শকদের।

চট্টোপাধ্যায়কে হঠাৎ কেন মুরগী বললেন রচনা বন্দ্যোপাধ্যায়?

আসলে, রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) দাবি টলিপাড়ার শেয়াল পণ্ডিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কারন তাঁর মতে বুম্বাদা ভীষণ বুদ্ধিজীবী মানুষ। কিন্তু শ্বাশ্বত চট্টোপাধ্যায় নাকি প্রথম থেকেই আগাগোড়া বুঝে কাজ করেননি। ফলে তিনি যদি ঠিকভাবে বুঝে শুনে কাজ করতেন তাহলে, তিনি বলিউডে আরও বড় জায়গা করতে পারতেন। তাই রচনা শ্বাশ্বতকে অনেকটা দেশি মুরগির মতো বলেছেন। কারণ দেশি মুরগির স্বাদ তো দেশের স্থানীয় মানুষই বুঝবে।

তাই বাইরে থেকে এত সুযোগ পেয়েও তিনি বাংলা ছেড়ে চলে যান নি। অপুর সংসার (Apur Sansar) টক শো-তে (Talk Show) এসে রচনা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন। বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই নিজের প্রতিভা তুলে ধরতে পিছপা হননি শ্বাশ্বত।

filmcompanion 2023 03 63e28c95 6303 4d5f aa4b cb61aca7efeb features lead saswata chatterjee

শ্বাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনীত ‘কাহিনি’ (Kahini) ছবিতে ছোট্ট চরিত্র ‘বব বিশ্বাস’ এতটাই জনপ্রিয় লাভ করেছিল, যে সাধারণ মানুষের মনে এবং নজরে এটি জায়গা করে নেয়। এই চরিত্রে অভিনয়ের পর থেকেই তাঁকে নিয়ে টলিপাড়ায় মাতামাতি শুরু হয়। এছাড়া সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারাতে’ (Dil Bechara) শাশ্বতর অভিনয়ও মনে ধরেছিল দর্শকদের।

সম্পর্কিত খবর