‘দুয়া’র মধ্যেই লুকিয়ে তিন গুরুত্বপূর্ণ মহিলার নাম! রণবীর-দীপিকার মেয়ের নামের এই বিশেষত্ব জানতেন?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে তারকা সন্তানদের তালিকায় যুক্ত হয়েছে এক নতুন নাম। রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের একমাত্র মেয়ে দুয়াই (Dua Padukone Singh) এখন বলিউডের নবতম সদস্য। গণেশ চতুর্থীর শুভ সময়ে জন্ম নেওয়া কন্যা সন্তানের নাম সদ্যই প্রকাশ করেছেন তাঁরা। কিন্তু মেয়ের নাম সামনে আনতেই সমালোচনার মুখে পড়তে হয়েছে রণবীর দীপিকাকে।

রণবীর-দীপিকার মেয়ের নাম দুয়া (Dua Padukone Singh) কেন?

মেয়ের নাম তাঁরা রেখেছেন দুয়া পাডুকোন সিং (Dua Padukone Singh)। একরত্তির ছোট্ট ছোট্ট দুই পায়ের ছবি শেয়ার করে রণবীর দীপিকা লিখেছিলেন, ‘দুয়া মানে প্রার্থনা। কারণ ও আমাদের প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ’। কিন্তু এই নামের জন্য লাগাতার ট্রোলিংয়ের মুখে পড়ছেন রণবীর দীপিকা। নেটজগতে তীব্র সমালোচিত হচ্ছেন দুজনে।

Why did ranveer deepika named their daughter dua padukone singh

নামের জন্য সমালোচিত তারকা দম্পতি: নেটিজেনদের প্রশ্ন, মুসলিম নাম কেন রেখেছেন রণবীর দীপিকা। কয়েকজন প্রশ্ন করেছেন, মুসলিম বা উর্দু নামের প্রতি এত আকর্ষণ কেন? প্রার্থনা নামটা দেওয়া যেত না? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই নতুন সম্ভাবনার সন্ধান পেয়েছেন নেটিজেনরা। দীপিকা রণবীরের মেয়ের নামের মধ্যেই নাকি লুকিয়ে রয়েছে তিনজন অতি গুরুত্বপূর্ণ মহিলার নাম। কারা তাঁরা?

আরো পড়ুন : ৫৪-তেও রয়ে গিয়েছেন আইবুড়ো, এই অভিনেতার জন্যই কখনো নিজের সংসার পাননি টাবু!

নামের মধ্যে লুকিয়ে আরো তিন নাম: নেট পাড়ায় আলোচিত তত্ত্ব অনুযায়ী, দুয়া (Dua Padukone Singh) বা ইংরেজিতে DUA নামে মিশে রয়েছে দীপিকা, তাঁর মা উজ্জ্বলা পাডুকোন এবং বোন আনিশা পাডুকোনের নামের আদ্যক্ষর। তিনে মিলে হয়েছে দুয়া (Dua Padukone Singh)। অনেকে অবশ্য বলছেন, দুয়া নামের A এসেছে রণবীরের মা অঞ্জুর নামের আদ্যক্ষর থেকে। বিষয়টা কি পুরোটাই কাকতালীয় নাকি মেয়ের নামের পেছনে এটাই পরিকল্পনা ছিল দীপিকা রণবীরের? উত্তর অবশ্য এখনো অজানা।

আরো পড়ুন : সোনার চামচ মুখে জন্ম, বলিউডের এই স্টারকিডদের সম্পত্তির খতিয়ান শুনলে মাথা ঘুরবে বনবন!

প্রসঙ্গত, সদ্য একই ছবিতে একসঙ্গে কাজ করেছেন দীপিকা রণবীর। রোহিত শেট্টির ‘সিংঘম এগেইন’এ একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে। যদিও আপাতত মেয়ের জন্য শুটিং থেকে থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন রণবীর দীপিকা। মেয়েকে সামলাতেই ব্যস্ত বলিউডের হেভিওয়েট দম্পতি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর