মিছেই বদনাম সলমন, আসল “কালপ্রিট” ঐশ্বর্য! দাদার হয়ে মুখ খুললেন ভাই আরবাজ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে প্রায়ই সম্পর্কের ভাঙাগড়া লেগেই থাকে। দীর্ঘদিনের জনপ্রিয় জুটিকেও ভেঙে যেতে দেখা যায়। এত বছরে যতগুলি জুটি ভেঙেছে বলিউডে, তাদের মধ্যে সর্বাধিক চর্চায় থেকেছেন সলমন খান (Salman-Aishwarya) এবং ঐশ্বর্য রাই বচ্চন। দীর্ঘ অভিনয় কেরিয়ারে বহু সম্পর্কেই জড়িয়েছেন ভাইজান। কিন্তু ঐশ্বর্যর নাম বাকিদের তুলনায় বরাবরই বেশি চর্চায় থেকেছে।

কেরিয়ারের শুরুতেই সম্পর্কে জড়ান সলমন (Salman-Aishwarya) ঐশ্বর্য

ঐশ্বর্য রাই তখনো ‘বচ্চন’ হননি। সবে শুরু করেছেন বলিউডে কেরিয়ার। তখনই তাঁর পরিচয় সলমনের (Salman-Aishwarya) সঙ্গে। একসঙ্গে দুজনে অভিনয় করেছিলেন বনশালির ‘হাম দিল দে চুকে সনম’এ। অনস্ক্রিনে ডানা মেলেছিল দুজনের রসায়ন। আর বাস্তবে আরো কাছাকাছি চলে এসেছিলেন দুজনে।

Why did salman-aishwarya break up

এগোনোর কথা ছিল সলমনের: সলমন (Salman-Aishwarya) ঐশ্বর্যের দুরন্ত প্রেমে হঠাৎ করেই লাগে নজর। একাধিক সূত্র থেকে শোনা যায়, অভিনেত্রীর উপরে নাকি শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন সলমন (Salman-Aishwarya)। তার জেরেই নাকি দূরে সরে গিয়েছিলেন ঐশ্বর্য। কিন্তু আরবাজ খানের দাবি ভিন্ন। দাদা সলমনের পক্ষ নিয়েই তাঁর বক্তব্য, সলমন নাকি মন থেকে ভালোবাসতেন ঐশ্বর্যকে। অভিনেত্রীও সাড়া দিয়েছিলেন। কিন্তু সম্পর্কটা নাকি আরো একটি ধাপ এগোনোর পরিকল্পনা করেছিলেন সলমন।

আরো পড়ুন : এবার সমুদ্রের তলায় ছুটবে ট্রেন! মুম্বই থেকে মাত্র ২ ঘন্টায় পৌঁছনো যাবে বিশ্বের জনপ্রিয় এই শহরে

কী কারণ ছিল বিচ্ছেদের: হ্যাঁ, আরবাজের দাবি, ঐশ্বর্যকে বিয়ে করার কথা ভেবেছিলেন ভাইজান। কিন্তু অভিনেত্রীই নাকি রাজি হননি। নিজের সে সময়ের ভরা কেরিয়ার ছেড়ে অত তাড়াতাড়ি ছাদনাতলায় যেতে নাকি নারাজ ছিলেন ঐশ্বর্য। এর জেরেই দুজনের মধ্যে মনোমালিন্য বাড়তে থাকে। অন্যদিকে শোনা যায়, হবু জামাই হিসেবে সলমনকে (Salman-Aishwarya) নাকি খুব একটা পছন্দ ছিল না ঐশ্বর্যর বাবার। অভিনেতার আগের একাধিক সম্পর্কের কথা জানতেন তিনিও।

আরো পড়ুন : পুরুলিয়ায় চালু নতুন ডবল লাইন! সবুজ সংকেত পেতেই ছুটল বন্দে ভারত

ঐশ্বর্যর সঙ্গে যদিও সলমনের পরিবারের সকলের সম্পর্ক নাকি বেশ ভালো ছিল। কিন্তু একসময় অভিনেত্রীর গায়ে হাত তোলেন সলমন। একবার একটি অ্যাওয়ার্ড শোতে রীতিমতো ফোলা মুখ নিয়ে সানগ্লাস পরে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। এ নিয়ে পরে মুখও খুলেছিলেন তিনি। আর তারপরেই আলাদা হয়ে যান দুজনে। ঐশ্বর্য অভিষেককে বিয়ে করে সংসার পাতলেও সলমন এখনো অবিবাহিত রয়ে গিয়েছেন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X