বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। আর এই ধর্মনিরপেক্ষতার পরিচয় পাওয়া যায় শাহরুখ খানের (Shahrukh Khan) পরিবারকে দেখলে। বলিউডের এই হেভিওয়েট দম্পতি বিগত তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন। খুব কম বয়সেই গৌরীর প্রেমে পড়ে তাঁকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহরুখ গৌরি। কিন্তু এর জন্য নিজের ধর্ম পরিবর্তন করেননি গৌরি।
শাহরুখকে (Shahrukh Khan) বিয়ের পর ধর্ম বদলাননি গৌরি
আজো মন্নতের অভ্যন্তরে দুই ধর্মের রীতিনীতিই মেনে চলা হয়। শাহরুখ (Shahrukh Khan) যেমন ইদের শুভেচ্ছা জানান অনুরাগীদের, তেমনি মন্নতে গণেশ পুজোও হয় ধুমধাম করে। গৌরি একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ধর্ম পরিবর্তন করেননি। তবে তিনি শাহরুখের (Shahrukh Khan) ধর্মকে সম্মান করেন। তেমনি অভিনেতাও তাঁর ধর্মকে সম্মান করেন। প্রত্যেকের নিজস্ব ব্যক্তিসত্ত্বা রয়েছে বলেই মনে করেন গৌরি।
আরিয়ান বেছে নিয়েছেন বাবার ধর্ম: যদিও তিনি ধর্ম না বদলালেও গৌরি জানান, তিন ছেলেমেয়ে বাবার ধর্মই বেছে নিয়েছেন। বড় ছেলে আরিয়ান কেন মায়ের পথে না হেঁটে বাবার ধর্ম বেছে নিলেন? এ বিষয়ে গৌরি জানিয়েছিলেন, আরিয়ান নাকি শাহরুখকে (Shahrukh Khan) খুব মেনে চলেন। তাই তিনি ইসলাম ধর্মই বেছে নিয়েছিলেন। গৌরি আরো জানান, আরিয়ান যখন নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়েছিলেন তখন তাঁর মা অবাক হয়েছিলেন। কিন্তু বিষয়টির সঙ্গে তিনি মানিয়ে নেন।
আরো পড়ুন : সাতসকালে ফোন, এই সম্পর্কটা এবার… কোয়েল-নিসপালের বিয়ে নিয়ে হয়েছিল এক কাণ্ড!
দুই ধর্মকেই সম্মান করেন আরিয়ান: ছেলেমেয়েদের সব ধর্মের ঊর্দ্ধে গিয়ে ভারতীয় হিসেবে পরিচয় দেন শাহরুখ (Shahrukh Khan) গৌরী। গৌরি জানান, প্রতি রাতে নাকি প্রার্থনা করে তারপর ঘুমাতে যান আরিয়ান। প্রথমে গৌরির মতো করে প্রার্থনা করেন তিনি। তারপর শাহরুখের (Shahrukh Khan) মতো করে প্রার্থনা করে ঘুমাতে যান আরিয়ান।
আরো পড়ুন : শাহরুখের ভাইয়ের চরিত্রে অভিনয়, তারপরেই হারিয়ে যান বলিউড থেকে! এখন কেমন দেখতে হয়েছে ‘লাড্ডু’কে?
প্রসঙ্গত, রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে একটি নতুন সিরিজের পরিচালনা করতে চলেছেন আরিয়ান। সিরিজটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন গৌরি খান। একগুচ্ছ তারকাকে নাকি দেখা যেতে চলেছে এই সিরিজে। বলিউডে একজন বহিরাগতের কাহিনি ফুটে উঠবে এই সিরিজটিতে।