বুধেও বড় ধাক্কা মার্কেটে, কেন ক্রমাগত পতন শেয়ার বাজারে? সামনে এল ভয়াবহ আপডেট

বাংলাহান্ট ডেস্ক : ফের বড়সড় ধস শেয়ার বাজারে (Share Market-India)। বুধবার, ১২ ই মার্চ হুড়মুড়িয়ে পড়ল বাজারের দুই সূচক। সেনসেক্স এদিন সর্বোচ্চ পয়েন্ট থেকে ৭৯৩.৯৯ নম্বর কমে ৭৩,৫৯৮.১৬ এ নেমে এসেছে। অন্যদিকে নিফটি ২৪৭.৮৫ পয়েন্ট নেমে পৌঁছেছে ২২,৩২৯.৫৫ এ। মূলত আইটি শেয়ার গুলিতে বড়সড় বিক্রির জন্য এমন পতন হয়েছে বলে খবর বিশেষজ্ঞ সূত্রে। সেনসেক্স এবং নিফটির ‘টপ লুজার্স’ এর মধ্যে এদিন ছিল উইপ্রো, ইনফোসিস, এইচসিএল টেকনোলজিসের মতো সংস্থার শেয়ারগুলি।

বড়সড় পতন হল শেয়ার বাজারে (Share Market-India)

শেয়ার বাজার (Share Market-India) বেশ কয়েকদিন ধরেই টলমল হয়ে রয়েছে। কিন্তু এমন উত্থান পতনের কারণ কী? এর নেপথ্যে মূলত ৩ টি কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে অন্যতম কারণ ডোনাল্ড ট্রাম্পের শুরু করা শুল্ক যুদ্ধ। এর বড়সড় প্রভাব পড়েছে গ্লোবাল শেয়ার বাজারে (Share Market-India)। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা স্টিল এবং অ্যালুমিনিয়ামের পণ্যের উপরে চড়া শুল্ক বসানোর ইঙ্গিত দিয়েছেন। প্রথমে এই শুল্কের হার দ্বিগুণ বাড়িয়ে ৫০ শতাংশ করে দেওয়ার কথা বলেছিলেন। পরে অবশ্য এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছেন ট্রাম্প।

Why did share market-india go down on Wednesday

আরো বাড়বে চাপ: বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিলে পারস্পরিক শুল্ক চালু হওয়ার পর শেয়ার বাজার (Share Market-India) আরো দুর্বল হতে পারে। এর জেরে বাজারের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কমতে পারে। বিনিয়োগকারীরা ভারত এবং আমেরিকার অর্থনীতির সঙ্গে জড়িত কিছু অঙ্ক সামনে আসার অপেক্ষায় রয়েছেন। বিদেশি বিনিয়োগকারীরা চলতি অর্থবর্ষে এখনো পর্যন্ত প্রায় ৪,১৭,২১৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এতে বাজারের (Share Market-India) উপরে আরো চাপ বেড়েছে বলেই মত বিশেষজ্ঞদের।

আরো পড়ুন : দেবচন্দ্রিমার পর এবার কিরণ, বিষ্ফোরক অভিযোগ সায়ন্তর বিরুদ্ধে! “মোটেই মারধোর…” ক্ষুব্ধ নায়ক

কেন এই বিপর্যয়: এবার দ্বিতীয় বারের জন্য মার্কিন রাষ্ট্রপতি হয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এ বছরই মন্দা আসার সম্ভাবনাও দেখা দিয়েছে প্রবল ভাবে। সেই আশঙ্কা উড়িয়ে দেননি ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকায় অর্থ ফেরত আনছেন তিনি। এটা পরিবর্তনের সময়। এই কাজে সময় লাগবে কিছুটা।

আরো পড়ুন : মাত্র ৩ মাসেই এত বড় সিদ্ধান্ত! ‘উড়ান’এর পর এবার কপাল পুড়ল এই সিরিয়ালের, রাতারাতি মুখবদল নায়কের?

বিশেষজ্ঞরা বলছেন, নীতিগত পরিবর্তনের কারণে মার্কিন অর্থনীতিতে প্রভাব পড়তে পারে, যাতে অস্থিরতা বাড়তে পারে শেয়ার বাজারে (Share Market-India)। বিশেষজ্ঞরাও বলছেন, অদূর ভবিষ্যতে বাজারে এমন সঙ্কটময় পরিস্থিতি বজায় থাকতে পারে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর