KKR-এর এই একটা আচরণেই হয়েছিলেন ক্ষুন্ন! তারপরেই ছাড়েন দল, এবার বোমা ফাটালেন শ্রেয়স

বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় শ্রেয়স আইয়ার। ২০২৩ সালের ODI বিশ্বকাপে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। এরপরে তাঁকে IPL ২০২৪-এ ঝড় তুলতে দেখা যায়। শুধু তাই নয়, তিনি তাঁর নেতৃত্বের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) চ্যাম্পিয়নও করেন। কিন্তু তারপরেই KKR থেকে বাদ পড়েন তিনি। কলকাতা তাঁকে ধরে না রেখে ছেড়ে দেয়। এবার এই বিষয়ে নীরবতা ভাঙলেন শ্রেয়স আইয়ার। এর পাশাপাশি, তিনি KKR ছাড়ার কারণও সামনে এনেছেন।

কেন KKR (Kolkata Knight Riders) ছাড়লেন শ্রেয়স?

কেন KKR ছাড়লেন শ্রেয়স আইয়ার: IPL ২০২৪-এর শিরোপা জিতে কলকাতা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। শ্রেয়স তাঁর অধিনায়কত্বে প্রথমবারের মতো এই কৃতিত্ব অর্জন করেছিলেন। কিন্তু তা সত্বেও IPL ২০২৫-এর জন্য কলকাতা তাঁকে ধরে রাখেনি। শ্রেয়স বলেছেন যে, ওই ফ্র্যাঞ্চাইজি এবং তাঁর মধ্যে যোগাযোগ সময়ের সাথে হ্রাস পেয়েছে এবং এটিই মূল কারণ। এই বিষয়ে শ্রেয়স আইয়ার বলেন, “KKR (Kolkata Knight Riders) চ্যাম্পিয়ন হওয়ার পর আমি অনেক উপভোগ করেছি। সেখানে ভক্ত ও সমর্থকদের ব্যাপক ভিড় ছিল। ভক্তরা উল্লাস করছিল এবং আমি সেখানে সময় কাটানোর বিষয়টি উপভোগ করেছি।”

Why did Shreyas Iyer leave Kolkata Knight Riders.

এই প্রসঙ্গে আইডিয়া এক্সচেঞ্জের সাথে কথা বলার সময়ে আইয়ার বলেন যে, “IPL জেতার পরেই আমাদের কথোপকথন হয়েছিল। কিন্তু ধীরে ধীরে কথোপকথন থেমে যায় এবং তারপর কয়েক মাস কথাবার্তা বন্ধ হয়ে যায়।” আইয়ারের মতে, তাঁকে ধরে রাখার বিষয়ে ফ্র্যাঞ্চাইজি দ্বারা কোনও প্রচেষ্টা করা হয়নি এবং তিনি এতে অবাক হয়েছিলেন।”

আরও পড়ুন: আর হতে হবে না জালিয়াতির শিকার! এবার “ব্রহ্মাস্ত্র” প্রয়োগ করল RBI, কোটি কোটি গ্রাহক হলেন নিশ্চিন্ত

আইয়ার জানান যে, যদি ধরে রাখার তারিখের এক সপ্তাহ আগে জিনিসগুলি সম্পর্কে জানতে পারেন, তবে এর স্পষ্ট অর্থ হল কিছু অনুপস্থিত রয়েছে। আইয়ার আরও প্রকাশ করেছেন, “যোগাযোগের অভাবের কারণে, আমরা এমন এক পর্যায়ে পৌঁছে যাই যে আমরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন: বড় পদক্ষেপ রেলের! আজ থেকে রিজার্ভেশন ছাড়াই করুন ট্রেন সফর, কলকাতা সহ এই রুটগুলিতে মিলছে সুবিধা

এখন পাঞ্জাবের অধিনায়কত্ব করবেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৫-এর IPL-এর নিলামে শ্রেয়সকে, ২৬.৭৫ কোটি টাকায় কিনে নেয় পাঞ্জাব কিংস। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, IPL-এর ইতিহাসে তিনি দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। এমতাবস্থায়, তিনি এবার পাঞ্জাবের হয়ে অধিনায়কত্ব করবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর