বিয়ে ভাঙার পর সৃজিতের সঙ্গে প্রেম! পরিচালকের স্ত্রী হওয়া হল না কেন স্বস্তিকার?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), নামটাই যে কারোর রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। টলিউড তথা বলিউডের সর্বাপেক্ষা সুন্দরী এবং লাস্যময়ী অভিনেত্রীদের মধ্যে তাঁর নাম আসবে প্রথম দিকেই। তাঁর অভিনীত চরিত্রগুলি থেকে বাস্তব জীবনেও দেখা যায় লাস্যের ঝলক। তবে ব্যক্তিগত জীবনটা তেমন সুখের হয়নি স্বস্তিকার।

খুব কম বয়সে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিয়ে বসেছিলেন স্বস্তিকা। মাত্র ১৮ বছর বয়সে নামী সঙ্গীতশিল্পী প্রমিত সেনকে বিয়ে করেন তিনি। জন্ম হয় তাঁদের একমাত্র মেয়ে অন্বেষার। কিন্তু বিবাহিত জীবন তেমন সুখের হয়নি স্বস্তিকার। বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী।

Why did swastika mukherjee and srijit mukherjee breakup

তবে বিয়ে সফল না হলেও একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন স্বস্তিকা। এর মধ্যে অন্যতম পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। একটা সময় ছিল যখন টলিপাড়া মুখর ছিল স্বস্তিকা সৃজিতের চর্চিত সম্পর্ক নিয়ে। শোনা যায়, স্বস্তিকার সঙ্গে নাকি সম্পর্কটা নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিলেন পরিচালক।

কিন্তু চূড়ান্ত পরিণতি পায়নি তাঁদের সম্পর্ক। শেষমেষ এই সম্পর্কটাও ভাঙে সেলেব জুটির। শোনা যায়, সৃজিত পরিচালিত ‘জাতিস্মর’ ছবির শুটিংয়ের সময়ে চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে নেন সৃজিত স্বস্তিকা। তবে সম্পর্ক ভাঙলেও দুজনের মধ্যে বন্ধুত্ব কিন্তু অটুট রয়েছে। বিচ্ছেদের পরেও সৃজিতের ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে তাঁদের সম্পর্ক ভেঙেছিল তা স্পষ্ট নয়।

বাংলা ছাড়াও এখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পাকাপাকি সদস্য হয়ে গিয়েছেন স্বস্তিকা। সিনেমা থেকে শুরু করে এখন ওয়েব সিরিজেও কাজ করতে শুরু করেছেন তিনি। জাতীয় মঞ্চের অভিনেত্রী হয়ে উঠছেন স্বস্তিকা। তবে টলিউডেও একই ভাবে কাজ করে চলেছেন তিনি।

সম্পর্কিত খবর

X