বাংলাহান্ট ডেস্কঃ ‘কেনই বা বৃষ্টির দিনে বেরিয়েছিল ছাত্রীরা?’- এমনই মন্তব্য করে বিতর্কের সূত্রপাত করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (sougata roy)। তাঁর এমন মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। ক্ষিপ্ত হয়েছেন মৃতা ছাত্রীর পরিবারের লোকজনও।
কিছুদিন আগেই বৃষ্টি মাথায় নিয়ে দমদমে টিউশনে পড়তে গিয়েছিলেন দমদমের বান্ধবনগরে শ্রেয়া বণিক ও অনুষ্কা নন্দী। বৃষ্টির মধ্যেই ল্যাম্পপোস্ট ধরায় বিদ্যুৎস্পৃষ্ট মারা যায় ওই দুই ছাত্রী। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়ের করা মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘ওই দিন তো বেরোনোর কথা ছিল না মেয়েগুলোর। বেরিয়ে ওরা ল্যাম্পপোস্ট ধরল, আর মারা গেল। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি কিছু হতে পারে। ওই সময় একদমই ল্যাম্পপোস্ট ধরা উচিৎ নয়। এই ঘটনা খুবই মর্মান্তিক। তবে এর জন্য কে দায়ী, সেটা বলে এখন আর কোন লাভ নেই। আমরা যাই করি না কেন, এখন তো ওঁদের আর ফিরিয়ে আনতে পারব না। তবে তাঁরা কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হল, তা খতিয়ে দেখা হবে’।
তৃণমূল সাংসদের থেকে এমন মন্তব্য পাওয়ার পর কিছুটা ক্ষিপ্ত হন মৃতা ছাত্রীর পরিবারের লোকজনরা। কষ্ট বুকে চেপে রেখে এক ছাত্রীর মা বলেন, ‘উনি কি সেইসময় দেখেছিলেন? সব কি উনি জানেন? জ্যোতিষী নাকি তান্ত্রিক উনি? তাহলে আমার মেয়েকে ফিরিয়ে দিন’।
এরপর এই ঘটনায় মৃতা ছাত্রী অনুষ্কা বনিকের বাড়িতে গিয়েছিলেন সাংসদ সৌগত রায়। গিয়ে তাঁর পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা তুলে দেন।