ছবি পিছু পারিশ্রমিক লাখ লাখ টাকা, তবুও টালিগঞ্জের রাস্তায় ভিক্ষে করতে হয়েছিল উত্তমকুমারকে! কেন?

বাংলাহান্ট ডেস্ক : বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ বলতে যে নায়কের কথা প্রথমেই মনে আসে তিনি উত্তমকুমার (Uttam Kumar)। অরুণকুমার চট্টোপাধ্যায় আসল নাম হলেও রূপোলি জগতে পা রাখার সময়ে তিনি আপন করেছিলেন এই নাম। আর এই নামেই চলচ্চিত্র জগতে খ্যাতির শীর্ষে ওঠেন উত্তমকুমার (Uttam Kumar)। হয়ে ওঠেন বাঙালির সর্বাধিক জনপ্রিয় অভিনেতা।

স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ নায়ক উত্তমকুমার (Uttam Kumar)

সে সময়ে পর্দায় উত্তমকুমার (Uttam Kumar) থাকা মানেই দর্শক মহলে উঠত ঝড়। উত্তমকুমারের ছবির টিকিট বিক্রি হত ব্ল্যাকে। তাঁকে পর্দায় দেখার জন্য প্রেক্ষাগৃহে উপচে পড়ত ভিড়। প্রযোজকদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যেত উত্তমকুমারকে (Uttam Kumar) নিজেদের ছবিতে কাস্ট করার জন্য। শোনা যায়, নিজের জনপ্রিয়তা, পর্দায় নিজের ক্রেজ ধরে রাখতে লোকের সামনে বিশেষ আসতে চাইতেন না তিনি।

Why did uttam kumar begged in tollygunj street

কত ছিল তাঁর পারিশ্রমিক: তবে মানুষ হিসেবে নাকি বাস্তবিকই খুব ‘উত্তম’ মানের ছিলেন অভিনেতা। সে সময়ে ইন্ডাস্ট্রিতে উত্তমকুমারের (Uttam Kumar) চাহিদা ছিল সর্বাধিক। বলা বাহুল্য, তাঁর পারিশ্রমিকের অঙ্কটাও ছিল রীতিমতো চোখ ধাঁধানো। শোনা যায়, এক একটি ছবির জন্য প্রায় ৪-৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন উত্তমকুমার (Uttam Kumar)। সে সময়ের নিরিখে টাকার অঙ্কটা যে কত বেশি ছিল তা আর বলার অপেক্ষা থাকে না।

আরো পড়ুন :Breaking: শেষমেষ দখল সাতটার স্লট, নতুন মেগাকে জায়গা দিতে সরল এই ধারাবাহিক!

কেমন মানুষ ছিলেন অভিনেতা: তবে শুধু আয়টাই নয়, উত্তমকুমারের (Uttam Kumar) ব্যয়ের হাতও ছিল সাংঘাতিক। বিশেষ করে খুবই দরদী মানুষ ছিলেন অভিনেতা। কেউ সাহায্যের জন্য আসলে নাকি রীতিমতো হাত উপুড় করে দিতেন তিনি। একথা তাঁর সহকর্মী এবং পরিবারের সদস্যরাই বলেছেন। কেমন মানুষ ছিলেন উত্তমকুমার (Uttam Kumar)?

আরো পড়ুন :অভিনয়ে শূন্য, দেবের জন্যই “দবদবা”! রুক্মিণী বললেন, “ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী…”

জানা যায়, কেউ যদি অর্থ সাহায্যের জন্য উত্তমকুমারের কাছে আর্জি জানাতেন, সঙ্গে সঙ্গে টাকা বের করে তাকে দিয়ে দিতেন তিনি। এমনকি নিজে ইন্ডাস্ট্রির মাথায় বসেও বন্যা ত্রাণ তহবিলের জন্য টালিগঞ্জের রাস্তায় ভিক্ষা করেছিলেন উত্তমকুমার! অনস্ক্রিন অভিনয় দক্ষতা হোক কিংবা মনুষ্যত্ব, উত্তমকুমার যে সবদিক দিয়েই শ্রেষ্ঠ ছিলেন তা বলা বাহুল্য।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর