অনুশীলনে এলেন অথচ করলেন না বল! স্টার্ককে নিয়ে শুরু জোর জল্পনা, কি ভাবছে KKR?

বাংলা হান্ট ডেস্ক: আগামী শুক্রবার IPL (Indian Premier League)-এর ৪২ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং পাঞ্জাব কিংস (Punjab Kings)। তবে, এর আগের ম্যাচে যেখানে বিরাট কোহলির রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতার অনুশীলনের সময়ও ইডেনের গেটের কাছে ভিড় জমে থাকতে দেখা গিয়েছিল সেখানে বুধবারের সন্ধ্যায় সেই চিত্র পাল্টে গেল অনেকটাই।

কারণ, পয়েন্ট টেবিলের দিকে তাকালে বোঝা যাবে যে ইডেনে প্রীতি জিন্টার পাঞ্জাব KKR-এর কাছে হেরে গেলে প্লে-অফের আশা প্রায় শেষ হয়ে যাবে ওই দলের। তাই, ভক্তদের উন্মাদনাও যেন কিছুটা থিতিয়ে গিয়েছে। পাশাপাশি ওই দলে তেমন কোনো বড় নাম না থাকায় ইডেনে ভক্তদের গর্জনও তেমন পরিলক্ষিত হচ্ছে না। এদিকে, গত ম্যাচ RCB-কে হারিয়ে দিয়েও খুব একটা স্বস্তিতে নেই KKR। আর তার কারণ হল ২৪.৭৫ কোটির তারকা বোলার মিচেল স্টার্ক। এমনিতেই, অস্ট্রেলিয়ার এই বোলারের ওপর চলতি মরশুমে সবার বিশেষ নজর থাকলেও তাঁর পারফরম্যান্স এখনও দাগ কাটতে পারেনি।

Why didn't Mitchell Starc bowl in practice.

৬ টি ম্যাচে মিচেল স্টার্ক মাত্র ৭ টি উইকেট পেলেও বিপক্ষ দলগুলিকে দিয়ে ফেলেছেন প্রচুর রান। আর সেই কারণে তাঁকে বিদ্ধ হতে হচ্ছে সমালোচনাতেও। এমতাবস্থায়, ফের একটি চিন্তার খবর সামনে এসেছে। মূলত, মিচেল স্টার্কের বাঁ হাতের আঙুলে চোট রয়েছে। যার ফলে তাঁকে বুধবারের অনুশীলনে বোলিং করতে দেখা যায়নি। এমতাবস্থায়, তিনি পরের ম্যাচে আদৌ খেলবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে, ওইদিনের অনুশীলনে তিনি কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনায় ব্যস্ত ছিলেন।

আরও পড়ুন: গলে যাচ্ছে হিমালয়! ভয়ঙ্কর বিপদের কথা জানাল ISRO, ঘনিয়ে আসছে বড় সঙ্কট

তবে, ক্রমাগত বোলিং করতে দেখা গেল দুষ্মন্ত চামিরাকে। তাই, যদি স্টার্ক খেলতে না পারেন, সেক্ষেত্রে হয়তো চামিরা প্রথম একাদশে স্থান পেতে পারেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইডেনে অনুশীলন করতে দেখা গেল পাঞ্জাব কিংসকেও। দু’টি দল দু’দিকের নেটে ওইদিন অনুশীলন করে। এমতাবস্থায়, ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কিছুটা সময় দিতে দেখা গেল সুনীল নারাইনকে। পাশাপাশি সকলের নজর কাড়লেন ফিল সল্ট। অনুশীলনের সময়েও তাঁর বিশাল ছক্কাগুলি ইডেনের গ্যালারিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিল।

আরও পড়ুন: T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল বাছলেন শেহবাগ! স্থান পেলেন না হার্দিক, ভরসা রাখলেন কার ওপর?

নিজের মেজাজে ৬ হাঁকাতে দেখা গেল রাসেকেও। এছাড়াও, দীর্ঘক্ষণ ব্যাট করলেন KKR-এর আরেক তারকা ভেঙ্কটেশ আইয়ার। তবে, চলতি বছরের IPL-এ সামগ্রিক পারফরম্যান্সের বিচারে ধারাবাহিকতার অভাবে ভুগছেন KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার। যদিও, RCB-র বিরুদ্ধে ৩৬ বলে ৫০ রান করেন তিনি। ওইদিনের অনুশীলনে নাইট অধিনায়ককে বাঁহাতি স্পিনার এবং মিডিয়াম পেসারের বিরুদ্ধে খেলতে দেখা গেল। এছাড়াও, অনুশীলনে ছিলেন রিঙ্কু সিংও। আর প্রত্যেকের ওপরেই নেটের পেছন থেকে কড়া নজর ছিল দলের মেন্টর গৌতম গম্ভীরের।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর