জয়ার সংসার ভেঙে অমিতাভের সঙ্গে পরকীয়া, ‘সিলসিলা’র পর আর একসঙ্গে কাজ করেননি কেন রেখা!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের আইকনিক জুটি অমিতাভ বচ্চন রেখা (Rekha)। বিভিন্ন কারণে অনস্ক্রিন এবং অফস্ক্রিন দুই ক্ষেত্রেই জনপ্রিয় হয়ে রয়েছে এই জুটি। জয়া বচ্চনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকা সত্ত্বেও রেখার (Rekha) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অমিতাভ। আজও তাঁদের সেই অপূর্ণ প্রেম নিয়ে চর্চা হয় ইন্ডাস্ট্রিতে। শোনা যায়, অমিতাভ জয়া এবং রেখার (Rekha) এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়েই যযশযশ চোপড়া বানিয়েছিলেন ‘সিলসিলা’, যে ছবি আজও একই রকম চর্চিত সিনেপ্রেমীদের মধ্যে। তবে সিলসিলার পর আর কখনো একসঙ্গে কাজ করেননি অমিতাভ রেখা (Rekha)।

অমিতাভকে নিয়ে বলেছিলেন রেখা (Rekha)

পরকীয়া প্রেমের কথা কখনো সরাসরি স্বীকার না করলেও এর আভাস বহুবার দিয়েছেন রেখা (Rekha)। তবে অমিতাভ এ বিষয়ে বরাবর ছিলেন নীরব। বিভিন্ন সাক্ষাৎকারেও অমিতাভকে নিয়ে মুখ খুলেছেন রেখা (Rekha)। সিলসিলার পর আর কেন একসঙ্গে কাজ করেননি তাঁরা, সেটাও জানিয়েছিলেন অভিনেত্রী।

আরো পড়ুন : ‘জীবন সবার আগে’, জুনিয়র ডাক্তারদের বিশেষ আর্জি IMA সভাপতির, এবার উঠবে অনশন?

আফসোস করেছিলেন অভিনেত্রী

এক সাক্ষাৎকারে রেখা (Rekha) বলেছিলেন, অমিতাভের সঙ্গে আর কাজ করতে না পারা তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতির মতো। কারণ অমিতাভকে একজন অভিনেতা হিসেবে পরিপক্ক হয়ে উঠতে দেখতে পারেননি তিনি। কিন্তু সিলসিলার পর আর কখনো তাঁদের পর্দায় একসঙ্গে দেখা গেল না কেন?

আরো পড়ুন : মায়ের ভোগে থাকে মাছ, সুদীপার রক্তে হয় প্রতিমার সাজ! অলৌকিক ঘটনায় ভরা চট্টোপাধ্যায় বাড়ির পুজো

কেন আর ফিরল না রেখা অমিতাভ জুটি

অভিনেত্রী উত্তর দিয়েছিলেন, ‘একমাত্র যুক্তিসঙ্গত উত্তর যা আমার মনে হয়, অমিতজির সঙ্গে আবার কাজ করতে পারার অপেক্ষাটা যথাযথ। সবকিছু সঠিক সময়ে সঠিক কারণের জন্য হয়। রেখার (Rekha) মতে, পরিচালকরা এমন কোনো ছবিই খুঁজে পাননি যা তাঁদের যৌথ প্রতিভার জন্য উপযুক্ত হয়।

Rekha

অমিতাভের ব্যাপারে বলতে গিয়ে রেখার কণ্ঠে শোনা গিয়েছিল উচ্ছ্বাস। তাঁর কথায়, অমিতাভ বচ্চন এক অভিজ্ঞতা। তাঁর মতো সকলের জীবনে অমিতাভের মতো একজন রোল মডেল থাকুক, এটাই কামনা করেন রেখা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর