বহু বছর আগে ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ, তবুও রয়েছে তিক্ততা, মালাইকার ঘোর দুঃসময়েও পাশে থাকলেন না সলমন

বাংলাহান্ট ডেস্ক : ঘোর দুঃসময় চলছে মালাইকা অরোরার (Malaika Arora) পরিবারে। সদ্য নিজের বাবাকে হারিয়েছেন মডেল অভিনেত্রী। নিজেদের বহুতল বাসভবনের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মালাইকার (Malaika Arora) বাবা অনিল মেহতা। খবর পেতেই অভিনেত্রীর বাড়িতে নামে তারকাদের ঢল। প্রথমেই প্রাক্তন স্ত্রীর বাড়িতে পৌঁছে যান আরবাজ খান। মালাইকার (Malaika Arora) প্রাক্তন শ্বশুরবাড়ির প্রত্যেককে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন সলমন খান (Salman Khan)। বিষয়টা নিয়ে কানাঘুষো শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মালাইকার (Malaika Arora) পাশে দাঁড়ায় প্রাক্তন শ্বশুরবাড়ি

গত ১১ ই সেপ্টেম্বর নিজের বাড়ির বারান্দা থেকেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন মালাইকার (Malaika Arora) সৎ বাবা। ঘটনার দিন মুম্বই শহরে ছিলেন না অভিনেত্রী। মারাত্মক খবরটা পেয়েই পুণে থেকে ছুটে আসেন তিনি। তার আগেই মালাইকার (Malaika Arora) বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খান। তার কিছু সময় পরেই খবর পেয়ে ছুটে যান প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুর। মালাইকার (Malaika Arora) সঙ্গে বিচ্ছেদ হলেও প্রাক্তন প্রেমিকার এই দুঃসময়ে পাশে ছিলেন তিনিও।

আরো পড়ুন : চোখেমুখে উপচে পড়ছে ভয়, বিয়ের দিনই কোন চরম সত্যি জানতে পারলেন সৌমিতৃষা!

পাশে থাকলেন না সলমন

শুধু আরবাজ বা অর্জুন নন। মালাইকার (Malaika Arora) পাশে দাঁড়াতে উপস্থিত হয়েছিলেন তাঁর প্রাক্তন দেওর সোহেল খান থেকে প্রাক্তন জা সীমা সচদেব, শ্বশুর, শাশুড়ি সকলেই। আসেননি শুধু ভাসুর সলমন খান। যেখানে বন্ধু বা চেনা পরিচিত কারোর বিপদ বা দুর্ঘটনার কথা শুনলেই ছুটে যান ভাইজান, সেখানে নিজের ভাইয়ের প্রাক্তন স্ত্রীর এমন বিপর্যয়ে পাশে দাঁড়ালেন না কেন তিনি, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আরো পড়ুন : রগরগে ঘনিষ্ঠতার দৃশ্যে চোখ উঠবে কপালে, ছোটদের সামনে দেখবেন না বলিউডের এই ছবিগুলি

কেন অনুপস্থিত ছিলেন মালাইকা

তবে মালাইকার (Malaika Arora) বাড়িতে সলমন সেদিন কেন যাননি তার একটি সম্ভাব্য কারণ নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। আসলে সম্প্রতি অভিনেত্রী রশ্মিকা মন্দানা একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আসন্ন ছবি ‘সিকন্দর’ এর প্রথম দিনের শুটিং শুরুর ছবি শেয়ার করেছিলেন তিনি। ১২ সেপ্টেম্বর শুরু হয় শুটিং। এই ছবিতে রশ্মিকার নায়ক সলমন। মনে করা হচ্ছে, এই ছবির শুটিংয়ের কারণেই মালাইকার পাশে সেদিন দাঁড়াতে পারেননি অভিনেতা। যদিও এটিই তাঁর না আসার একমাত্র কারণ কিনা তা স্পষ্ট নয়।

Malaika Arora

প্রসঙ্গত, মালাইকার পরিবারের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, অনিল মেহতা ছিলেন মালাইকার সৎ বাবা। ওই ঘটনার কিছু সময় আগেই নাকি নিজের দুই মেয়ে মালাইকা এবং অমৃতাকে ফোন করেছিলেন অনিল। বলেছিলেন, তিনি খুব ক্লান্ত। তারপরেই ওই মারাত্মক সিদ্ধান্ত নেন তিনি। যদিও তাঁর আত্মহত্যার নেপথ্যে কী কারণ ছিল তা জানা যায়নি এখনো।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর