বাংলা হান্ট ডেস্ক: শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। যেটির পরিপ্রেক্ষিতে এখন থেকেই তুমুল উৎসাহ পরিলক্ষিত হচ্ছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে। শুধু তাই নয়, ইতিমধ্যেই রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার পাড়ি দিয়েছেন আমেরিকার (America) উদ্দেশ্যে। মূলত, IPL (Indian Premier League)-এ যাঁদের সফর শেষ হয়ে গিয়েছে তাঁদের মধ্যে কিছু খেলোয়াড় গত শনিবার বিমানে উঠেছেন।
যদিও, এই প্রসঙ্গে একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রোহিতদের সঙ্গে আমেরিকার বিমানে ওঠেননি বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই দুই তারকা ক্রিকেটারের দলের IPL সফর শেষ হয়ে গিয়েছে। তবুও, কেন তাঁরা আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিলেন না এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
জানিয়ে রাখি যে, বিরাট কোহলি আমেরিকার বিমানে উঠবেন আগামী ৩০ মে। পাশাপাশি জানা যাচ্ছে যে, হার্দিক পান্ডিয়াও T20 বিশ্বকাপ খেলার জন্য দ্বিতীয় পর্যায়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিতে পারেন। এদিকে, দেরি করে যাওয়ার কারণে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না এই দুই খেলোয়াড়। ওই ম্যাচটি সম্পন্ন হবে আগামী ১ জুন। এমতাবস্থায় প্রশ্ন উঠতে পারে যে, রোহিতদের সাথে কেন গেলেন না কোহলি এবং হার্দিক? সামনে এসেছে সেই উত্তরও।
আরও পড়ুন: ডবল ধামাকা! এবার KKR শিবির পেয়ে গেল জোড়া নারিন, ফাইনালের আগেই অস্ত্রে শান দিচ্ছে কলকাতা
জানা গিয়েছে, কোহলির ক্ষেত্রে আমেরিকার ভিসা সংক্রান্ত কিছু কাজ বাকি থাকায় তিনি নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বিমানে উঠতে পারেননি। অপরদিকে, T20 বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন হার্দিক পান্ডিয়া। তিনি বর্তমানে রয়েছেন লন্ডনে। সেখান থেকেই হার্দিক সরাসরি আমেরিকার দলের সঙ্গে যোগ দেবেন। যদিও, তিনি ঠিক কবে দলের সাথে যোগ দেবেন সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য প্রস্তুত গম্ভীর? BCCI-এর সামনে রাখলেন এই “বিশেষ শর্ত”
এদিকে, ভারতীয় দলের অন্যান্য সদস্যদের মধ্যে সঞ্জু স্যামসন থেকে শুরু করে যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চহালের আগামী ৩০ মে আমেরিকায় যাওয়ার কথা রয়েছে। আর তাঁদের সাথেই আমেরিকা যাবেন কোহলি। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিশ্বকাপে ভারতের প্রথম খেলা রয়েছে আগামী ৪ জুন। ওই ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। পাশাপাশি, আগামী ৯ জুন ভারত মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের।