বিবাহিত প্রযোজককে বিয়ে, অনেকে চেনেনও না আদিরাকে, মেয়েকে সবসময় আড়াল করে কেন রাখেন রানি?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : তারকা মানেই প্রায় সর্বক্ষণ তারা থাকেন আমজনতার আতশকাঁচের নীচে। পাপারাৎজির বাড়বাড়ন্তে তাদের গতিবিধি সবটাই ধরা পড়ে ক্যামেরায়। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপের জন্য ক্ষোভ উগরে দিতেও দেখা গিয়েছে অনেক তারকাকে। অথচ এর মাঝেই মেয়ে আদিরাকে আড়ালে রেখে দিয়েছেন রানি মুখার্জি (Rani Mukerji)।

মেয়েকে সবসময় গোপন করেই রাখেন রানি (Rani Mukerji)

প্রায় ১০ এ পা দিতে চলেছে আদিরা। অথচ আদিত্য চোপড়া এবং রানি মুখার্জির (Rani Mukerji) মেয়েকে ঠিক কেমন দেখতে সেটাই অনেকে জানেন না। মেয়েকে সহজে সকলের সামনে আনেন না তাঁরা। এইগুলো বছরে হাতে গোনা কয়েক বারই আদিরাকে সামনে এনেছেন রানি (Rani Mukerji)। সোশ্যাল মিডিয়া তেও নেই আদিরা।

Why do rani mukerji hides her daughter

ব্যক্তিগত জীবন আলাদা রাখেন অভিনেত্রী: বর্তমানে পাপারাৎজি, সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তের সময়ে তারকাদের মধ্যেও দু রকম মানুষ দেখা যাচ্ছে। কিছু কিছু তারকা গোপনীয়তাকেই প্রাধান্য দিচ্ছেন। আবার অনেকে লাইমলাইটে থাকতেই পছন্দ করেন। তাই দুয়ের মধ্যে দেখা দিচ্ছে দ্বৈরথ। যদিও রানি (Rani Mukerji) বরাবর নিজেকর ব্যক্তিগত জীবন, সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরেই রেখেছেন।

আরো পড়ুন : দেশের অজানা ইতিহাসে মন্ত্রমুগ্ধ দর্শক, সলমন-সানিকে দশ গোল দিয়ে “ইতিহাস” গড়ল ‘ছাভা’

মেয়েকে নিতে এত সতর্ক কেন: রানির (Rani Mukerji) মতে, মেয়েকে তিনি আড়ম্বরহীন ভাবে বড় করতে চান। ছোট থেকেই সে তারকা সন্তান, এই ব্যাপারটা তাঁর মাথায় যেন ঢুকে না যায় সেদিকে সতর্ক ছিলেন রানি (Rani Mukerji)। আর তাঁর স্বামী আদিত্যের মতও একই রকম। তাই অন্য রকম ভাবে বড় হয়েছে আদিরা।

আরো পড়ুন : জি বাংলাকে বড় ধাক্কা, কত কোটির বিনিময়ে চ্যানেল বদলালেন সৌরভ?

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। ২০১৫ তে জন্ম হয় আদিরার। অভিনেত্রী জানান, তিনি মেয়েকে সাধারণ ভাবে বড় করতে চান। পাপারাৎজিকে যদিও তিনি আলাদা ভাবে অনুরোধ করেন না আদিরার ছবি না তুলতে। কিন্তু তাঁর চোখ দেখেই হয়তো কিছু আন্দাজ করে ছবি তোলা থেকে বিরত থাকেন তারা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X