জন্ম বৃত্তান্ত নিয়ে একাধিক রহস্য, ছোট ছেলে আব্রামের সঙ্গে এত দূরত্ব কেন গৌরীর?

বাংলাহান্ট ডেস্ক : আব্রাম খান (AbRam Khan), শাহরুখ খানের সর্বকনিষ্ঠ সন্তানটি বারে বারে উঠে এসেছে চর্চায়। যখন বলিউডের স্টারকিডদের নিয়ে তেমন মাতামাতি ছিল না, তখনো লাইমলাইটে থাকত ছোট্ট আব্রাম (AbRam Khan)। এর অন্যতম কারণ তো অবশ্যই সে বলিউড বাদশা শাহরুখের ছেলে বলে। তবে নেপথ্যে ছিল আরো একটি কারণ। আব্রামের (AbRam Khan) জন্ম রহস্যই তাঁকে ছোট থেকে করে তুলেছিল আলাদা।

আব্রামের (AbRam Khan) সঙ্গে মা গৌরীর দূরত্ব

গৌরী খানের গর্ভস্থ সন্তান নয় আব্রাম (AbRam Khan)। তৃতীয় সন্তানের জন্য সারোগেসির সাহায্য নিয়েছিলেন শাহরুখ গৌরী। তবে আব্রামের (AbRam Khan) জন্ম নিয়ে আরো অনেক কানাঘুষোই শোনা যায়। বলি পাড়ায় গুঞ্জন রয়েছে, আব্রাম (AbRam Khan) নাকি শাহরুখের পরকীয়ার ফসল। আবার এমনও গুঞ্জন ছড়িয়েছিল, শাহরুখ গৌরীর বড় ছেলে আরিয়ানের অবৈধ সন্তান আব্রাম (AbRam Khan)। সেই কারণেই কি ছোট ছেলের সঙ্গে দূরত্ব রয়েছে গৌরীর?

আরো পড়ুন : শরীরে নেই একটি সুতোও, চাদর জড়িয়ে উন্মুক্ত পিঠ দেখিয়ে ভাইরাল শুভশ্রীর দিদি দেবশ্রী

ছোট থেকেই বাবার ন্যাওটা আব্রাম

এটা সকলেই লক্ষ্য করেছেন, বাবা শাহরুখের সঙ্গেই আব্রামের (AbRam Khan) বেশি ভাব, সেই ছোট্টবেলা থেকে। আইপিএলের মাঠে আব্রামের সঙ্গে খুনসুটি করা থেকে ছেলের স্কুলের বিভিন্ন কর্মসূচিতে শত ব্যস্ততা সত্ত্বেও উপস্থিত থাকতে দেখা যায় অভিনেতাকে। আব্রামের (AbRam Khan) ছোট ছোট সাফল্যও ঘটা করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শাহরুখ। তুলনায় মায়ের সঙ্গে তেমন দেখা যায় না আব্রামকে (AbRam Khan)। তবে কি নিজের গর্ভজাত নয় বলেই আব্রামকে মেনে নিতে পারেননি গৌরী? মায়ের অভাব পূরণ করতেই কি ছোট থেকে ছেলের বেশি যত্ন নিয়েছেন শাহরুখ?

আরো পড়ুন : নস্টালজিয়া ছুঁয়ে দেখার সুযোগ আরও একবার, ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে সত্যজিতের ‘মহানগর’

ছেলেকে নিয়ে মুখ খোলেন শাহরুখ

আব্রামকে (AbRam Khan) নিয়ে আগেই একবার মুখ খুলতে দেখা গিয়েছিল শাহরুখকে। ছোট ছেলের জন্ম বৃত্তান্ত নিয়ে যে নানান গুঞ্জন রয়েছে সে ব্যাপারে তিনিও যথেষ্ট ওয়াকিবহাল বলে জানিয়েছিলেন অভিনেতা। সঙ্গে তিনি এও জানিয়েছিলেন, সন্তান জন্ম দেওয়া নিয়ে গৌরীর কিছু শারীরিক সমস্যা রয়েছে। সন্তান প্রসবের সময় বারবার ঝুঁকির মুখে পড়তে হয়েছে তাঁকে। তাই তৃতীয় সন্তান নেওয়ার সময়ে আর গৌরীকে বিপদে ফেলতে চাননি শাহরুখ। নিয়েছিলেন সারোগেসির সিদ্ধান্ত।

AbRam Khan

ছোট থেকে বেশি বাবা ঘেঁষা হলেও মায়ের সঙ্গেও দিব্যি ভালো বন্ধুত্ব রয়েছে আব্রামের। এখন মাঝে মাঝেই গৌরীর সঙ্গে দেখা যায় তাঁকে। ছেলের স্কুলের বিভিন্ন অনুষ্ঠানেও উপস্থিত থাকেন গৌরী খান।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর