রাকেশ রোশনের সমস্ত ছবির নাম শুরু ‘K’ অক্ষর দিয়ে! অদ্ভূত ঘটনার পেছনে কারণটা জানেন?

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির বহুমুখী প্রতিভা রাকেশ রোশন (Rakesh Roshan)। অভিনেতা থেকে পরিচালক কিংবা প্রযোজক সমস্ত ভূমিকাতেই তিনি পুরো নম্বর নিয়ে পাশ করেছেন। নিজে এক সময় চুটিয়ে অভিনয় করলেও ছেলে হৃতিক রোশন বলিউডে পা রাখতেই নিজেকে অভিনয় থেকে সরিয়ে পরিচালনা এবং প্রযোজনার কাজে ব্যস্ত করে ফেলেন রাকেশ।

লম্বা কেরিয়ারে অনেক ছবিই পরিচালনা করেছেন রাকেশ। তাঁর একাধিক ছবিতে নায়ক হয়েছেন ছেলে হৃতিক। এমনকি রাকেশ রোশনের হাত ধরেই অভিনয়ে পা-ও রাখেন তিনি। রাকেশের উজ্জ্বল পরিচালনার কেরিয়ারে রয়েছে কহো না পেয়ার হ্যায়, করণ অর্জুন, কোই মিল গয়া, কোয়লা, খুদগরজ, খেল খেল মে, ক্রিশ সিরিজ এর মতো ছবি। কিন্তু একটি বিষয় লক্ষ্য করেছেন কি? রাকেশের প্রায় সব ছবির নামই শুরু হয় ‘K’ অক্ষর দিয়ে।

Why does rakesh roshan films name start with K

‘K’ দিয়ে শুরু সব ছবির নাম

হাতে গোনা কয়েকটি ছবি বাদ দিলে রাকেশ রোশন পরিচালিত সব ছবির নামের প্রথম অক্ষরই ‘K’। বিশেষ করে কেরিয়ারের পরের দিকে বানানো সবকটি ছবিই ‘K’ দিয়ে নাম রেখেছেন তিনি। খুব কৌশলে মাথা খাটিয়ে প্রতিটি ছবি এভাবেই নামকরণ করেন তিনি। কিন্তু এর নেপথ্যে কারণ কী তা জানেন?

কেন ‘K’ দিয়ে রাখেন সব ছবির নাম?

রাকেশ রোশনের ‘K’ অক্ষর প্রীতির কথা বলিউডে অনেকেরই জানা। নিজের পরিচালিত সব ছবিই যাতে এই অক্ষর দিয়ে নাম হয় সেদিকে বিশেষ নজর রাখেন তিনি। বহু বছর ধরেই এভাবে নামকরণ করে আসছেন তিনি ছবির। এর নেপথ্যে যে কারণটা রয়েছে তা জানলে চমকে যাবেন।

এই ব্যক্তির কথাতেই নেন সিদ্ধান্ত

১৯৮২ সালে ‘কামচোর’ নামে একটি ছবি বানিয়েছিলেন রাকেশ রোশন। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গেই হিট হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেই ১৯৮৪ তে ‘জাগ উঠা ইনসান’ নামে আরেকটি ছবি বানান তিনি। সেটি ফ্লপ হয়ে যায় বক্স অফিসে। ১৯৮৬ সালে ‘ভগবান দাদা’ নামে একটি ছবি তৈরির সময়েই ঘটনাটা ঘটে।

এক অনুরাগীর চিঠি পান রাকেশ রোশন। সেখানে ওই ব্যক্তি তাঁকে পরামর্শ দেন, নিজের ছবির নাম ‘K’ অক্ষর দিয়ে রাখতে। উদাহরণ হিসেবে কামচোর ছবির সাফল্যের কথাও উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু রাকেশ বিশ্বাস করেননি চিঠির বক্তব্য। অদ্ভূত ভাবে ভগবান দাদা ছবিটি ফ্লপ হয়ে যায়। কিন্তু তারপর ‘K’ দিয়ে শুরু নাম ‘খুদগরজ’ হিট হয়। তারপর থেকেই নাকি নিজের সমস্ত ছবির নাম ‘K’ দিয়ে রাখতে শুরু করেন রাকেশ রোশন।


Niranjana Nag

সম্পর্কিত খবর