কোটি কোটি টাকার সম্পত্তির মালকিন, তবুও সবসময় একই শাড়ি পরেন কেন রেখা, জানেন?

বাংলাহান্ট ডেস্ক: এক রহস্যের নাম রেখা (Rekha)। বলিউডের এই অভিনেত্রী কোন জাদুবলে আটকে রেখেছেন বয়সকে। তাঁর সমসাময়িক অভিনেত্রীরা যখন অভিনয় থেকে অবসর নিয়ে ক্যামেরার আড়ালে মুখ লুকিয়েছেন বা সাদা চুল, মুখে বলিরেখা নিয়েই মেনে নিয়েছেন স্বাভাবিক বয়স বৃদ্ধিকে। সেখানে রেখাকে দেখে বোঝা দায় যে তিনিও দাঁড়িয়ে রয়েছেন সত্তরের দোরগোড়ায়।

এখন আর অভিনয় না করলেও বিজ্ঞাপন, ফটোশুটে দেখা যায় রেখাকে। অতি সম্প্রতি এক আন্তর্জাতিক ম্যাগাজিনের হয়ে ফটোশুট করতে দেখা গিয়েছে তাঁকে। এখনো যেকোনো তরুণ প্রজন্মের অভিনেত্রীকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। এই বয়সেও টানটান নির্মেদ ফিগার, গাঢ় লিপস্টিক আর উজ্জ্বল শাড়ি এটাই চিরাচরিত লুক রেখার।

Why does rekha wear same saree despite having crore indian rupee

কিন্তু আমজনতার মনে বহুদিন ধরেই রয়েছে একটা প্রশ্ন। এত সম্পত্তির মালকিন হওয়া সত্ত্বেও রেখাকে কেন একই শাড়ি বারবার পরতে দেখা যায়? সব অনুষ্ঠানেই প্রায় একই ধরণের শাড়িতে দেখা মেলে প্রবীণ অভিনেত্রীর। কাঞ্জীভরম এত প্রিয় কেন তাঁর? রেখা নিজেই একথা খোলসা করেছিলেন একবার।

উজ্জ্বল সোনালি বা আইভরি রঙের কাঞ্জীভরম শাড়ি, গাঢ় লাল লিপস্টিক, হেভি আই মেকআপ এটাই রেখার স্টাইল স্টেটমেন্ট। অন্যান্য পোশাক পরলেও বেশিরভাগ সময়ে শাড়িতেই দেখা যায় তাঁকে। এ বিষয়ে রেখা একবার জানিয়েছিলেন, তিনি শাড়ি পরতেই সবথেকে বেশি পছন্দ করেন।

Why does rekha wear same saree despite having crore indian rupee

রেখা বরাবর নিজের শিকড় নিজের সংষ্কৃতির সঙ্গে জুড়ে থেকেছেন। ভারতের ঐতিহ্যকে ধরে রাখতেই শাড়ি পরেন তিনি। আর রেখা নিজে দক্ষিণ ভারতীয় বলে কাঞ্জীভরম তাঁর বিশেষ প্রিয়। সেই সঙ্গে রয়েছে আরো একটা কারণ। রেখা জানান, এই শাড়ি গুলো তাঁর মনের খুব কাছের। এই শাড়িগুলোর সঙ্গে অনেক অনুভূতি জড়িয়ে রয়েছে। শাড়ি পরলেই নিজের মায়ের কথা মনে পড়ে যায় তাঁর। এত সুন্দর স্টাইল স্টেটমেন্টের কৃতিত্বও নিজের মাকেই দেন রেখা।

Niranjana Nag

সম্পর্কিত খবর