বাংলা লেখায় এত ‘W’ এর ছড়াছড়ি কেন? ট্রোল নিয়ে মুখ খুললেন সৃজিত মুখোপাধ‍্যায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সৃজিত মুখোপাধ‍্যায়ের (Srijit Mukherjee) পোস্ট মানেই ‘W’ এর ছড়াছড়ি। এ নিয়ে প্রত‍্যেক বারেই ট্রোলের মুখে পড়তে হয় পরিচালককে। সৃজিতের লেখার স্টাইলকে নকল করে ঠাট্টা, মশকরা করতেই থাকেন নেটনাগরিকদের একাংশ। এ নিয়ে কোনোদিনই অবশ‍্য খুব একটা আপত্তি করেননি সৃজিত। বরং নিজেকে নিয়ে ট্রোল নিজেই শেয়ার করেছেন তিনি।

কিন্তু তাঁর বাংলা লেখায় এত ডব্লিউ এর আধিক‍্য কেন? মাস পয়লাতেই সেই রহস‍্যের উন্মোচন করলেন সৃজিত। শুক্রবার সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে নিজের অনন‍্য স্টাইলেই। ইংরেজি হরফে বাংলায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।


সৃজিত লিখেছেন, ‘যারা সকাল থেকে জিজ্ঞেস করছেন তাদের জানাই শুভ নববর্ষ। হ‍্যাঁ, এটাই সঠিক বানান। বেনীমাধব শীল, রেন অ্যান্ড মার্টিন এবং দুলালচন্দ্র ভর দ্বারা অনুমোদিত’। বলা বাহুল‍্য, ট্রোল হলেও এই লেখাতেও ডব্লিউ ছাড়েননি সৃজিত। সঙ্গে লেখার শেষে জুড়ে দিয়েছেন একটি দুষ্টু হাসির ইমোজি। যা দেখেই বোঝা যাচ্ছে, নিন্দুকদের তাদের বাণেই বিদ্ধ করেছেন পরিচালক।


নতুন বছরে পরপর বেশ কয়েকটি ছবির কাজ হাতে রয়েছে সৃজিতের‌। দার্জিলিং জমজমাট ছবিতে ফেলুদাকে ফিরিয়ে আনছেন তিনি। অন‍্যদিকে পয়লা বৈশাখেই প্রকাশ‍্যে এসেছে সৃজিত পরিচালিত ‘এক্স ইকুয়ালস টু প্রেম’। থ্রিলার নয়, এবার প্রেমের গল্পের পরিচালনা করবেন তিনি।

এছাড়া চৈতন‍্য অন্তর্ধান রহস‍্য নিয়ে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নামে একটি ছবি বানাচ্ছেন সৃজিত। শুধু টলিউড নয়, বলিউডেও মহিলা ক্রিকেটার মিথিলা রাজের বায়োপিক করছেন তিনি। ‘সাবাশ মিথু’ নামে ছবিটিতে রয়েছেন তাপসী পন্নু।

সম্পর্কিত খবর

X