রিঙ্কুর ৩.৫ কোটির বাংলোয় কেন থাকেন না তাঁর বাবা-মা? কারণ জানলে চোখে জল আসবে

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং (Rinku Singh) সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কয়েকদিন আগেই বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল যে, তাঁর সমাজবাদী পার্টির (এসপি) সাংসদ প্রিয়া সরোজের সাথে বাগদান সম্পন্ন হয়েছে। এদিকে, সম্প্রতি রিঙ্কু আলিগড়ে সাড়ে ৩.৫ কোটি টাকার একটি বিলাসবহুল বাংলোও কিনেছেন। সেটিও উঠে আসে খবরের শিরোনামে।

রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ৩.৫ কোটির বাংলো:

তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে যে, ওই বিলাসবহুল বাড়িতে রিঙ্কুর (Rinku Singh) বাবা-মা নাকি থাকতে চান না। এদিকে, এই সিদ্ধান্তের একটি বড় কারণও প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি যে, রিঙ্কু এবং প্রিয়া সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন। কিন্তু, তাঁদের পরিবারের সদস্যরা এই বিষয়টি অস্বীকার করেছে। তবে, তাঁরা শীঘ্রই বিবাহ সম্পন্ন করবেন বলেও জানা গিয়েছে।

বাগদানের খবরে কি জানিয়েছেন প্রিয়া সরোজের বাবা: রিঙ্কু সিং (Rinku Singh) ও প্রিয়া সরোজের বাগদানের খবরে প্রিয়ার বাবা প্রতিক্রিয়া জানিয়েছেন। সমাজবাদী পার্টির বিধায়ক তুফানি সরোজ এই খবরকে ভুয়ো বলে বিবেচিত করেছেন। এদিকে, রিঙ্কুর বাবা জানান, এই সম্পর্কের বিষয়টি বড় জামাইয়ের কাছে এসেছিল। এমতাবস্থায়, বাগদানের কথা সত্য নয়।

আরও পড়ুন: গ্রেগ চ্যাপেলের সাথে বিবাদ সহ দ্রাবিড়ের সাথে বিরোধ! সৌরভের বায়োপিকে উদঘাটন হবে ৫ টি রহস্যের

প্রিয়া সরোজের পরিচয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রিয়া সরোজ হলেন সমাজবাদী পার্টির একজন সাংসদ। যিনি উত্তর প্রদেশের মাছলিশহর লোকসভা আসন থেকে জিতেছেন। তিনি তিনবারের সাংসদ ও বর্তমান বিধায়ক তুফানি সরোজের কন্যা। ২০২৪ সালে, সরোজ বিজেপির বিপি সরোজকে ৩৫,৮৮৫০ ভোটের ব্যবধানে পরাজিত করে তাঁর প্রথম লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।

আরও পড়ুন: দাম মাত্র ৪২ টাকা! অথচ, এই একটা জিনিসের জন্য পাকিস্তান সম্পূর্ণ ভারতের ওপর নির্ভরশীল, জানেন কি?

প্রিয়া সরোজ সুপ্রিম কোর্টের একজন আইনজীবীও: এদিকে, সমাজবাদী পার্টির সাংসদ ছাড়াও প্রিয়া সরোজ একজন আইনজীবী এবং সুপ্রিম কোর্টে তিনি প্র্যাকটিস করেন। প্রিয়া সরোজ কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।

Why don't his parents live in Rinku Singh bungalow.

কোটি টাকার বাংলোতে কেন থাকেন না রিঙ্কুর বাবা-মা: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আলিগড়ের এই তরুণ ক্রিকেটারের (Rinku Singh) বাবা-মা তাঁদের সংগ্রামের দিনগুলি ভুলতে চান না। এই কারণেই যে বাড়ির উঠোনে তাঁরা স্বপ্ন দেখেছেন এবং তাঁদের ছেলেকে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে দেখেছেন, সেই ঘর তাঁরা ছেড়ে যেতে চান না। জানিয়ে রাখি যে, রিঙ্কুর বাবা খানচন্দর সিং গ্যাস সিলিন্ডার ডেলিভারি ম্যান হিসাবে কাজ করতেন এবং কোনওভাবে তাঁর সংসার সামলাতেন। কিন্তু, এখন সময় বদলেছে। বর্তমানে, রিঙ্কু সিং টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার হয়ে উঠেছেন। তিনিও সেই বাড়িতেই খুশি উদযাপন করতে চান যেখানে তাঁর বাবা-মা এককালে সংগ্রাম করেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর