লক্ষ্মী পুজোতে ঘণ্টা কেন বাজাতে নেই? জানুন এর পৌরাণিক ব্যাখ্যা

বাংলাহান্ট ডেস্কঃ বার হিসেবে দেখতে বৃহস্পতিবারকে দেবী লক্ষ্মীর (Lakshmi) বার হিসেবে ধরা হয়। এই দিন অনেক গৃহস্থ বাড়ির মহিলারাই উপোষ থেকে সকাল সকাল স্নান সেরে মা লক্ষ্মীর পুজো সেরে দিনের শুরু করেন। পায়ে আলতা পরে, পাঁচালি পড়ে, ভক্তি ভরে এদিন মা লক্ষ্মীর পুজো করতে দেখা যায় অনেককেই।

indian festival diwali laxmi pooja 54391 1124

মা লক্ষ্মীর পুজোয় বিভিন্ন উপকরণ থাকলেও ঘণ্টা কেন বাজানো হয়না? আপনারা কি জানেন কেন লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজাতে নেই? অন্যান্য পুজোতে ঘণ্টা বাজালেও লক্ষ্মী পুজোতে কেন ঘণ্টা বাজানো হয় না?

IMG 1080

পুরাণ মতে, ঘণ্টাকর্ণ নামে এক দেবতা পূজনীয় লক্ষ্মী দেবীকে দেখে অশালীন আচরণ করেছিলেন। যে দেবীকে গোটা দেবলোক পুজো করেন, সেই দেবীকেই কিনা অপমান করেন ঘণ্টাকর্ণ। এই ঘটনায় দেবী লক্ষ্মী ঘণ্টাকর্ণের উপর বেজায় ক্রুদ্ধ হন। সেই থেকেই মা লক্ষ্মীর পুজোয় কোন ব্যক্তি ঘন্টা বাজালে, তাঁর উপর বেজায় ক্ষিপ্ত হন পদ্মাসনা দেবী লক্ষ্মী।

বলা হয় সেই থেকেই অন্যান্য সমস্ত পুজোতে ঘণ্টা বাজালেও, লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজানো নিষিদ্ধ। দেবীর রোষানলে না পড়তে চাইলে, কখনই লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজানো উচিত নয়।


Smita Hari

সম্পর্কিত খবর