এই একটা প্রশ্নেই কুপোকাত জ্যোতিপ্রিয়! কেন গ্রেফতার করল ED? রাত ১২টার পর যা ঘটেছিল…

বাংলা হান্ট ডেস্ক: ২১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতি (Ration Corruption) মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick)। বৃহস্পতিবার সাতসকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি (ED)। কিন্তু হঠাৎই বিনা মেঘে বজ্রপাত কেন? একদিনের তল্লাশির পরই কেন গ্রেফতার করা হল প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে?

ইজি সূত্রের খবর রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবারের সকাল সাড়ে ৬টা থেকে ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। কিন্তু রাত পর্যন্ত তাঁকে কোনও গ্রেফতারের সিদ্ধান্তই নেননি তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য, মন্ত্রীর বাড়ির পাশাপাশি তাঁর আপ্ত-সহায়ক অমিত দে-র (Amit Dey) বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছিল ইডি। মধ্যরাতে তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা।

সূত্রের খবর, অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করার সময় বেশ কিছু তথ্য জানতে পারেন ইডি-র আধিকারিকেরা। আর সেই তথ্য নিয়ে রাত ১২টার পর নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় মন্ত্রীকে। সেই সময় একেবারে সবকিছু অস্বীকার করেন জ্যোতিপ্রিয়। ইডি আধিকারিকদের প্রশ্নের উত্তর দেওয়ায় বেজায় আপত্তি ছিল তাঁর। এরপরই অসহযোগিতার অভিযোগ সামনে আনে কেন্দ্রীয় সংস্থা। গোটা ঘটনাটি দিল্লির সদর দপ্তরে জানানো হয় কেন্দ্রীয় এজেন্সির তরফে। এরপরই দিল্লির (Delhi) সদর দপ্তর থেকে গ্রিন সিগন্যাল মিললে তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন আধিকারিকেরা।

ed mamata jyotipriya

উল্লেখ্য, বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা দিতেই টানটান নাটক শুরু হয় রাজ্য-রাজনীতিতে। সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) মিষ্টি নিয়ে চলে যান বনমন্ত্রীর বাড়িতে। এদিকে তারপরেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, ‘বালুর সুগার (Diabetes) রয়েছে। ও যদি মারা যায় বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর